জিসান আহমেদ নান্নু, কচুয়া ॥
কচুয়ায় মাদক সেবক ও বখাটে এক যুবককে ৬মাসের জেল (কারাদন্ড) দিয়েছে ভ্রাম্যমান আদালত। বুধবার কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়া আহমেদ সুমন এ রায় প্রদান করেন। কারাদন্ডে দন্ডিত যুবকের নাম শরীফ হোসেন (২৫)। সে উপজেলার পনশাহী গ্রামের আঃ লতিফের পুত্র।
জানা গেছে, মাদক সেবী শরীফ হোসেনের উৎপাত তথা তার অসামাজিক কর্মকান্ডে এলাকাবাসী দীর্ঘদিন ধরে অতিষ্ঠ হয়ে পড়ে। এক পর্যায়ে স্থানীয় লোকজন তার বিরুদ্ধে কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়া আহমেদ সুমন পুলিশের সহায়তায় মাদক সেবক শরীফ হোসেনকে আটক করে তাঁর কার্যালয়ে নিয়ে আসে। পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে শরীফ হোসেন মাদক সেবন ও অসামাজিক কর্মকান্ডে অভিযুক্ত হওয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে তাকে ৬মাসের মাসের বিনাশ্রম কারদন্ডাদেশ প্রদান করেন।