জিসান আহমেদ নান্নু, কচুয়া ঃ
আন্দোলনের নামে বিএনপি-জামাত জোটের জঙ্গীবাদী কর্মকান্ড ও সহিংসতার প্রতিবাদে ১৪দলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গত রবিবার কচুয়া উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে মানব বন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়। কচুয়া বিশ্বরোডস্থ বাইপাস সড়কে অনুষ্ঠিত মানব বন্ধন ও পথসভায় বক্তব্য রাখেন, আওয়ামীলীগ কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শাহজাহান শিশির, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আইয়ুব আলী পাটওয়ারী, সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, সাংগঠনিক সম্পাদক সৈয়দ আঃ জব্বার বাহার, দপ্তর সম্পাদক মোঃ কবির হোসেন, সদস্য আহসান হাবিব প্রাঞ্জল, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার জাবের মিয়া, মুক্তিযোদ্ধা তাসাদ্দেক হোসেন মোহন, উপজেলা যুবলীগের আহবায়ক নাজমুল আলম স্বপন, ছাত্রলীগের সভাপতি সৈয়দ রবিউল ইসলাম রাসেল, সাধারণ সম্পাদক হাবিব মজুমদার জয়, পৌর ছাত্রলীগের সভাপতি আবুল খায়ের রুমি, প্রমুখ। এসময় কচুয়া উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগের নেতা-কর্মী ও মুক্তিযোদ্ধাবৃন্দ উপস্থিত ছিলেন।
কচুয়া-৩ ঃ কচুয়ায় বিএনপি-জামাতের নাশকতার প্রতিবাদে ১৪দলীয় কর্মসূচির মানব বন্ধনের একাংশ।