হাজীগঞ্জ আল কাউসার স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের আলোচনা ও দোয়া অনুষ্ঠান
প্রতিনিধি ঃ হাজীগঞ্জ আল কাউসার স্কুলের এস.এস.সি পরীক্ষা ২০১৫ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠান স্কুলের সহকারী প্রধান শিক্ষক আবু বকর ছিদ্দিকের সভাপতিত্বে গতকাল সকাল ১০টায় বিদ্যালয় মিলনাতনে অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন, আল কাউসার ট্রাস্টের চেয়ারম্যান ও আল আমিন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মাহবুবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাজীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হোসেন মজুমদার পরান, ম্যানেজিং কমিটির সদস্য হাফেজ মাওঃ মীর হোসাইন, আইডিয়াল কলেজের নির্বাহী পরিচালক জাহাঙ্গীর আলম প্রধান, অধ্যক্ষ গোলাম মাওলা, অধ্যক্ষ গোলাম ফারুক, আবু বকর মজুমদার, আবদুল হাই, গাজী বিল্লাল। এছাড়া আরো উপস্থিত ছিলেন, আমন্ত্রিত অতিথিবৃন্দ, অভিভাবক, ছাত্র-ছাত্রী, আল কাউসার স্কুল এন্ড ক্যাডেট মাদ্রাসা শিক্ষক। উল্লেখ্য অনুষ্ঠান শেষে এস.এস.সি পরীক্ষার্থীদের জন্য দোয়া ও মুনাজাত করা হয়।