জিসান আহমেদ নান্নু, কচুয়াঃ
কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী পূর্ব কালচোঁ জিএ দাখিল মাদ্রাসার ২০১৫ইং সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বৃহস্পতিবার সকালে মাদ্রাসায় এ দোয়া, মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক মোঃ আবু বকর মিয়াজীর সভাপতিত্বে ও মাদ্রাসার সিনিয়র সহকারি মৌলভী মোঃ হুসাইন শহীদের পরিচালনায় অনুষ্ঠিত দোয়া মিলাদ মাহফিল ও আলোচনা সভায় বক্তব্য রাখেন, ডুমুরিয়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ডাঃ আবু হানিফ দুলাল, ম্যানেজিং কমিটির সদস্য আবদুল সোবহান মাষ্টার, প্রাক্তন সুপার মাওঃ মমতাজ উদ্দীন, সুপার ফারুক হোসাইন খান, সহ-সুপার মাওঃ আবু নোমান, সমাজসেবক মিজানুর রহমান, মাদ্রাসার বিদায়ী শিক্ষক ইমাম হোসেন বিএসসি, সমাজ সেবক আঃ ছামাদ মাষ্টার, আঃ রব মাষ্টার, ইবতেদায়ী প্রধান ইসহাক মিয়া প্রমুখ। মাদ্রাসার পক্ষে বক্তব্য রাখেন, নবম শ্রেণীর ছাত্রী মরিয়ম আক্তার ও বিদায়ী ছাত্র শাহদাত হোসেন। এসময় মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে বিদায়ী শিক্ষার্থী ও সম্প্রতি নিহতদের স্মরণে বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করা হয়।