জিসান আহমেদ নান্নু, কচুয়া ঃ
একাডেমিক ভবন ও প্রয়োজনীয় আসবাবপত্রের অভাবে খুড়িয়ে খুড়িয়ে চলছে কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী মাঝিগাছা ইসলামিয়া দাখিল মাদ্রাসাটি। বর্তমানে একাডেমিক ভবন, শ্রেণী কক্ষ, রাস্তা ও বিদ্যুৎ সংযোগের অভাবে মাদ্রসাটি নানান সমস্যার মধ্য দিয়ে এগিয়ে চলছে।
জানা গেছে ১৯৯৫ইং সালের তৎকালিন সময়ে মাঝিগাছা গ্রামের অধিবাসী চাঁন মিয়া প্রধান এলাকার শিক্ষা বঞ্চিত শিশুদের সু-শিক্ষায় আলোকিত করতে মাদ্রাসাটি স্থাপনের উদ্যোগ গ্রহণ করেন। মাদ্রাসাটি প্রতিষ্ঠার পর থেকে বর্তমান সময় পর্যন্ত প্রায় প্রতি বছর ৫ম, ৮ম ও দাখিল পরীক্ষায় শিক্ষার্থীরা শতভাগসহ জিপিএ ৫ পায়ে এলাকাবাসীকে ভাল ফলাফল উপহার দিয়ে আসছে। যার ফলশ্র“তিতে মাদ্রাসাটি ২০০০ সালে এমপিও ভূক্ত করণ করা হয়।
মাদ্রাসার সুপার মাওঃ মোঃ সোহরাব হোসাইন জানান, বর্তমানে এ মাদ্রাসায় প্রায় ৫শতাধিক শিক্ষার্থী রয়েছে। শিক্ষক ও স্টাফ রয়েছে ১৫জন। ৫ শতাধিক শিক্ষার্থীর তুলনায় নতুন একাডেমিক ভবন না থাকায় শিক্ষার্থীদের বাধ্য হয়ে ঝরাজীর্ণ টিনের ভবনে ও খোলা আকাশের নিচে ক্লাস নিতে হচ্ছে।
মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ মহসীন পাটোয়ারী জানান, শিক্ষা-দিক্ষায় এ এলাকায় মাদ্রাসাটির ব্যাপক সুনাম রয়েছে। কিন্তু বিদ্যুৎ, রাস্তা পাকা করণ ও মাদ্রাসার নতুন একাডেমিক ভবন না থাকায় মাদ্রাসাটি দিন দিন নানান সমস্যা বৃদ্ধি পাচ্ছে। স্থানীয় সাংসদ ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এর মাধ্যমে মাদ্রাসাটি নতুন ভবন নির্মাণ করা হবে। এদিকে মাদ্রাসাটির নতুন একাডেমিক ভবন ও অন্যান্য সমস্যা সমাধানে সংশ্লিষ্ট প্রসাশনের হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন এলাকাবাসী।