একসঙ্গে এক পরিবারের ৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার ২০ জুন ভারতের মহারাষ্ট্রের সাংলি জেলার মিরাজের এক গ্রামে এ ঘটনা ঘটেছে।
পুলিশ ধারণা করছে, দুই ভাইয়ের ওই পরিবার আত্মহত্যা করেছে। ওই দুই ভাই বিভিন্নজনের কাছ থেকে অনেক টাকা ঋণ করেছিলেন।
পুলিশ জানিয়েছে, প্রতিবেশীদের কাছে খবর পেয়ে তারা গিয়ে মরদেহগুলো উদ্ধার করে। তাৎক্ষণিকভাবে আত্মহত্যা সংক্রান্ত কোনো চিঠি পাওয়া না গেলেও এর সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না পুলিশ। ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে এই গণমৃত্যুর কারণ স্পষ্ট হবে বলে মনে করা হচ্ছে।
এনডিটিভির প্রতিবেদিনে বলা হয়েছে, নিহতদের মধ্যে দুই ভাই- পোপাট ভ্যানমোর (৫৬), ডা. মানিক ভ্যানমোর- তাদের মা, স্ত্রী এবং চার সন্তান রয়েছে। ধারণা করা হচ্ছে তারা তাদের জীবন শেষ করার জন্য বিষাক্ত পদার্থ খেয়ে থাকতে পারেন। পোপাট ভ্যানমোর একজন শিক্ষক ছিলেন আর মানিক ভ্যানমোর কাজ করতেন ভেটেরিনারি চিকিৎসক হিসেবে।
আরও পড়ুন : মালিতে সশস্ত্র হামলায় ১৩২ বেসামরিক নাগরিক নিহত
সাংলির পুলিশ সুপারিনটেনডেন্ট দীক্ষিত গেদাম বলেন, তারা একটি বাড়ি থেকে ৯টি মরদেহ উদ্ধার করেছেন। এর মধ্যে একই স্থানে ছিল তিনটি লাশ। বাড়ির অন্য প্রান্ত থেকে উদ্ধার করা হয় বাকি ছয়টি।