আমার কণ্ঠ রিপোর্ট
চাঁদপুর-৫ হাজীগঞ্জ-শাহরাস্তি আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য ও মহান মুক্তিযুদ্ধের ১নং সেক্টর কমান্ডার, ৯০-৯১ অন্তবর্তীকালীন সরকারের উপদেষ্টা, সাবেক সফল স্বরাষ্ট্রমন্ত্রী, বাংলা একাডেমি সাহিত্য পুরষ্কার ২০১৯ এ ভূষিত, নৌ-পরিবহন মন্ত্রণালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি,শাহরাস্তি হাজীগঞ্জ এর উন্নয়নের রুপকার, মুক্তিযুদ্ধের জীবন্ত কিংবদন্তি মেজর অবঃ রফিকুল ইসলাম বীর বলেন, আমার সন্তান যেনো নিরাপদে লেখাপড়া করতে পারে, তাতেই আমি খুশি। আওয়ামীলীগ সরকার তৃনমুলের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। গ্রাম হবে শহর এই শ্লোগানের উন্নয়নের অংশ হিসেবে ১নং রাজারগাঁও ইউনিয়নের উন্নয়নের দৃশ্য। এক সময় এ রাজাগাঁও মানুষ আশা যাওয়া করতে পারতো না এখন একটি উপশহরে পরিনত হয়েছে। আমি প্রতিটি ওয়ার্ড থেকে শুরু করে উপজেলা পর্যন্ত উন্নয়ন করার মাষ্টার প্ল্যা করেছি। সে মোতাবেক ১৯৯৬ সাল থেকে হাজীগঞ্জ-শাহরাস্তিতে মাষ্টার প্ল্যানে উন্নয়ন হচ্ছে। হাজীগঞ্জ-শহরাস্তিতে ৮শত ব্রীজ-কালভাট, ৭শত স্কুল কলেজ ভবন নির্মাণ করা হয়েছে। তিনি আরো বলেন প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ছেলে এবং মেয়েদের জন্য আলাদা হোস্টেল করা হলে লেখা পড়ার মান আরো বৃদ্ধি পাবে। সকল শ্রেনীর মানুষের কল্যাণে কাজ করাই আমার আনন্দ। মৃত্যুর আগ পর্যন্ত মানুষের কল্যাণে কাজ করে যাবো।
গতকাল শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত ১নং রাজারগাওঁ উত্তর ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রাতিষ্ঠানে একাডেমিক ভবনের মধ্যে উত্তর-পূর্ব রাজারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় ভনের উদ্বোধন,রাজারগাঁও উচ্চ বিদ্যালয়ের চার তলা একাডেমিক ভবনের উদ্বোধন,রাজারগাঁও ফাজিল মাদ্রাসার চারতলা একাডেমিক ভবনের উদ্বোধন,মেনাপুর বাদশা মিয়া উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত একতলা একাডেমিক ভবনের উদ্বোধন,পীর বাদশা মিয়া বালিকা মিয়া উচ্চ বিদ্যালয় চার তলা একাডেমিক ভবনের উদ্বোধন, আহমেদাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনের উদ্বোধন, চেঙ্গাতলী বাজার টু মুকুন্দশা সড়ক উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেনর হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকতা মোঃ রাশেদুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মোঃ আবু তাহের, উপজেলা প্রকৌশলী মোঃ রেজওয়ানুর রহমান, ওসি মোহাম্মদ জাবের সৈয়দ,হাজীগঞ্জ বাজার ব্যবসায়ি সমিতির সাবেক সভাপতি আহসান হাবিব অরুন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ জসিম উদ্দিন,বিশিষ্ট শিল্পপতি, ১১নং হাটিলা পশ্চিম ইউনিয়নের উন্নয়ন সমন্বয় কমিটির আহবায়ক ও ধড্ডা পপুলার উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ হুমায়ূন কবির লিটন, ১নং হাটিলা ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ আবদুল হাদি মিয়া। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক মো.মাসুদ ইকবাল, সিনিয়র যুগ্ন-আহবায়ক মো.জাকির হোসেন সোহেল, কালচোঁ উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মানিক হোসেন প্রধানীয়া,সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউসুফ প্রধানীয়া সুমন,বড়কূল পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান মজিবুর রহমান,হাটিলা পশ্চিম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাকির হোসেন লিটু,পৌর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি সোহেল আলম,সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকমন্ডী, অভিভাবক, যুব ও ছাত্রলীগের নেতৃবৃন্দ প্রমুখ। এ ছাড়াও উপজেলা ও পৌর এবং ইউনিয়নের দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।