মোহাম্মদ হাবীব উল্লাহঃ চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহ্রাস্তি) নির্বাচনী এলাকার মাননীয় সংসদ সদস্য মুক্তিযুদ্ধের ১নং সেক্টর কমান্ডার নৌ পরিবহন মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর অব. রফিকুল ইসলাম বীর উত্তম বলেন, আওয়ামীলীগ উন্নয়নের রাজনীতি করে বলেই ১৯৯৬ সাল থেকে ২০১৪ এই সময়ে মাত্র আওয়ামীলীগ ক্ষমতায় ১১ বছরে হাজীগঞ্জ শাহ্রাস্তির যে উন্নয়ন হয়েছে, স্বাধীনতার ৪৩ বছরেও সে উন্নয়ন হয়নি। হাজীগঞ্জ-শাহ্রাস্তি নির্বাচনী এলাকার ডাকাতিয়া নদীর উপর ১টি ব্রীজ ছিল সূচিপাড়ায়। আর এখন প্রায় ৭টি ব্রীজ হয়েছে। তা আওয়ামীলীগ সরকারের আমলেই হয়েছে। আগামী মাসে অর্থ্যাৎ জানুয়ারির মধ্যেই বলাখাল-রামচন্দ্রপুর ব্রীজ আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। তিনি আরো বলেন, এই পশ্চিম-দক্ষিণ অঞ্চলের মানুষের প্রাণের দাবী ছিল বলাখাল রামচন্দ্রপুর ব্রীজ। তা শেষ হয়ে গেছে। শুধু আনুষ্ঠানিক উদ্বোধনের অপেক্ষা। এছাড়াও বেলচোঁ থেকে জাকনি পর্যন্ত প্রায় ৮ কিলোমিটার রাস্তা এ মাসেই টেন্ডার হচ্ছে এবং ৭/৮ মাসের মধ্যে এর নির্মাণ কাজও শেষ হবে। তারপর আর এই এলাকার মানুষের যাতায়াতের জন্য কোন সমস্যা ভোগ করতে হবে না। বাকী যে কাজগুলো রয়েছে ইনশাল্লাহ এ সরকারের আমলেই শেষ করে এ অঞ্চলকে একটি মিনি শহরে রূপান্তরিত করা হবে। তিনি বলেন, আওয়ামীলীগ এ দেশের সরকার গঠন করলে উন্নয়নের জোয়ার বয়ে যায়, আর স্বাধীনতা বিরোধী চক্ররা দেশে ক্ষমতায় আসলে উন্নয়নতো দূরের কথা দেশে আসলে দেশের মধ্যে সন্ত্রাসী বেড়ে যায়। তাই সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতায় থাকতে হয়। তিনি বলেন, হাজীগঞ্জ-শাহ্রাস্তির সাধারণ মানুষ যে শান্তিতে বসবাস করছে তা অতীতে কোন সরকারের আমলেই ছিল না। আগামীতেও সাধারণ মানুষ শান্তিতে বসবাসের জন্য আওয়ামীলীগ সরকারের পক্ষ থেকে সকল ধরণের নিরাপত্তা দেওয়া হবে। তিনি বলেন, জাকনিবাসীর সার্বিক উন্নয়নের জন্য আমাকে কেউ কিছু বলতে হবে না। আমার মাস্টার প্লানের মধ্যে এ এলাকা উন্নয়নের জন্য সকল কিছু প্রস্তুত করা হয়েছে। তাই এ এলাকাবাসীর আওয়ামীলীগের প্রতি সু-দৃষ্টি রাখবেন এটা আমার বিশ্বাস। গতকাল হাজীগঞ্জ উপজেলার ৭নং পশ্চিম ইউনিয়নের পূর্ব জাকনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি ও বার্ষিক ক্রীড়া এবং মুক্তিযুদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। পূর্ব জাকনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা জনতালীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোঃ সিরাজুল ইসলাম পাটোয়ারীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট চলচিত্র অভিনেতা ও প্রযোজক এবং বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদের সভাপতি মিজু আহমেদ, বিশিষ্ট রাজনীতিবিদ ও শিল্পপতি কে. এম. নোমান পাটওয়ারী, বিশিষ্ট রাজনীতিবিদ ও শিল্পপতি মো: কামাল হোসেন পাটওয়ারী, হাজীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হারুন আল মানছুর কাঞ্চন, সাধারণ সম্পাদক গাজী মো: মাঈনুদ্দিন, হাজীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য বিল্লাল হোসেন তারেক, উপজেলা শিক্ষা কর্মকর্তা আবদুল আউয়াল, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: শাহ আলম, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো: হাছান মিজি, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো: আবদুল মান্নান মিয়াজী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি এ্যাড. মো: জিল্লুর রহমান জুয়েল, ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক লোটাস মো: দেলোয়ার হোসেন প্রমুখ। এ সময় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তব্য শেষে স্থানীয় মুক্তিযুদ্ধাদেরকে সংবর্ধনা স্বরূপ ক্রেস্ট এবং বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান সমন্বয়কারীর দায়িত্ব পালন করেন, প্রভাষক এ.আই সাইফুল্লাহ কামাল বিবিএ এবং সমন্বয়কারীর দায়িত্ব পালন করেন আরটিভি’র সৌদি আরব প্রতিনিধি এবং আমার কণ্ঠ পত্রিকার সহকারী সম্পাদক ইমাম হোসেন মোল্লা।
হাজীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যেগে ঝমকালো বিজয় দিবস পালিত