দলীয় কার্যক্রমে ফিরেছেন রিজভী
দীর্ঘদিন অসুস্থতার পর শারীরিক অবস্থার উন্নতি হলে ফের দলীয় কার্যক্রমে সক্রিয় হচ্ছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। গেল মার্চে করোনা আক্রান্ত হলে দলীয় কার্যক্রম থেকে অনেকটা দুরে ছিলেন বিএনপির এই নেতা।
সোমবার (১২ জুলাই) ‘ক্রসফায়ারে নিহত’ছাত্রদলের এক নেতার কন্যার বিয়ের উপহার পৌঁছে দেন তিনি।
গত ১৬ মার্চ করোনা আক্রান্ত হন রুহুল কবির রিজভী। এরপর দিন ১৭ মার্চ তাকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করানো হয়। ১ এপ্রিল হঠাৎ করেই রিজভীর শারীরিক অবস্থার অবনতি এবং অক্সিজেন লেভেল কমে যাওয়ায় তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছিল। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় দীর্ঘ প্রায় দুই মাস পর ৯ মে তাকে হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হয়। এরপর বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছিলেন রিজভী।
দলীয়সূত্র জানায়, মোহাম্মদপুর থানা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এস এম ছানাউল্লাহ ছানার মেয়ের বিয়েতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে আলমারি উপহার দেওয়া হয়। সোমবার রুহুল কবির রিজভী তার আদাবরের বাসভবনের নিচে নিহতের স্ত্রীর হাতে এ উপহার হস্তান্তর করেন।
এসময় উপস্থিত ছিলেন ছাত্রদল ঢাকা মহানগর পশ্চিমের সাবেক সভাপতি মো. কামরুজ্জামান জুয়েলসহ আরো অনেকে।