সোমবার হাজীগঞ্জে ৬ কেজি গাঁজাসহ মোঃ রুবেল খান (২৫) নামে একজনকে আটক করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে পৌর এলাকার আলীগঞ্জস্থ কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে বোগদাদ বাস থেকে রুবেলকে আটক করা হয়। সে লালমনিরহাট জেলার কালিগঞ্জ থানার ২নং মদাতী ইউনিয়নের তালুকশাখাদি গ্রামের মোঃ মোস্তফা খানের ছেলে। এ বিষয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানায়, এদিন বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক আলামিনসহ সঙ্গীয় ফোর্স নিয়ে আলীগঞ্জ এলাকায় চাঁদপুরগামী বোগদাদ বাসে তল্লাশি চালায়। এ সময় রুবেল খানের স্কুল ব্যাগ থেকে ৬ কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়।
এ বিষয়ে হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাবেদুল ইসলাম বলেন, মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহে পুলিশের ভূমিকা জিরো ট্রলারেন্স।