জিসান আহমেমদ নান্নু, কচুয়া
কচুয়ায় পানিতে ডুবে ২ শিশুর করুন মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার দুপুরে উপজেলার বড়দৈল গ্রামে মর্মান্তিক মৃত্যুর এ ঘটনা ঘটে। নিহত হতভাগ্য শিশু দুটির নাম ফাহিমা আক্তার (৬) ও সোনিয়া আক্তার (৫)। তারা ওই গ্রামের মোস্তাক মিয়া ও সিদ্দিকুর রহমানের কন্যা। জানা গেছে, ঘটনার দিন দুপুরে অবুঝ এ শিশু দুটি বাড়ীর অন্যান্য শিশুদের সাথে খেলতে গিয়ে সকলের অগোচরে পুকুরে ডুবে যায়। পরে খোজাখোজির এক পর্যায়ে বিকেলে শিশু দুটির লাশ পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পায় স্থানীয়না। শিশু দুটির অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।