চৌধুরী ইয়াসিন ইকরাম, চাঁদপুর থেকে ॥ আগামী ২৯ মার্চ অনুষ্ঠিতব্য চাঁদপুর পৌরসভা নির্বাচন প্রত্যাখানের ঘোষণা দিয়েছে জেলা বিএনপি। রবিবার রাতে জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিক স্বাক্ষরিত ই-মেইলে পাঠানো এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। জেলা বিএনপি’র দপ্তর সম্পাদক মাহবুব আনোয়ার বাবলু ই-মেইলের বিষয়টি নিশ্চিত করেছেন।
জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিক বিবৃতিতে বলেন, ২০০৮ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত সরকার চাঁদপুর জেলায় পুলিশ বাহিনী দিয়ে বিএনপি তথা ২০ দলীয় জোটের নেতা-কর্মীদের বিরুদ্ধে প্রায় ২’শ টি মামলা দায়ের করে। এছাড়া ২০১৫ সালের ৫ জানুয়ারির পর থেকে আজ পর্যন্ত জেলার বিভিন্ন থানায় শতাধিক মিথ্যা মামলা করে। এর মধ্যে চাঁদপুর পৌর এলাকায় প্রায় ২৮টি মিথ্যা রাজনৈতিক মামলা দায়ের করে ২০ দলীয় জোটের চাঁদপুর শহরের ৭ হাজার নেতা-কর্মীকে হয়রানি করছে এবং শতাধিক নেতা-কর্মী বর্তমানে জেলা কারাগারে মানবেতর জীবন-যাপন করছে। পৌর এলাকায় বিএনপি তথা ২০ দলীয় জোটের প্রকাশ্যে রাজনৈতিক কোন কর্মকান্ড পরিচালনা করতে দেয়া হচ্ছে না। কোন নেতা-কর্মীদের প্রকাশ্যে স্বাভাবিক জীবন-যাপন করতে দিচ্ছে না। পুলিশ এবং আওয়ামী লীগ ২০ দলীয় জোট নেতা-কর্মীদের বাসা-বাড়িতে তল্লাশির নামে পরিবার-পরিজনের সাথে চরম দুর্ব্যবহার করছে। প্রতিদিন অসংখ্য নেতা-কর্মীকে গ্রেফতার করছে ও কথিত রিমান্ডের নামে নির্মমভাবে নির্যাতন করে জেলের অন্ধকারে নিক্ষেপ করছে।
মানিক বলেন, তড়িঘড়ি করে পৌর নির্বাচনের তফসিল ঘোষণা করে ভোটারবিহীন অবৈধ নির্বাচন করার পায়তারা চলছে। যা অনুষ্ঠিত হলেও প্রশ্নবোধক থেকে যাবে। এই অবস্থায় নির্বাচনে অংশগ্রহণ করার মতো কোন পরিবেশ না থাকায় জেলা বিএনপির সব যুগ্ম আহ্বায়কদের গুরুত্বপূর্ণ সভার সিদ্ধান্তের আলোকে জেলা বিএনপি চাঁদপুর পৌরসভার নির্বাচন প্রত্যাখান করছে।