আমার কণ্ঠ রিপোর্ট
‘রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নেই’ এ প্রবাদ-প্রবচনটি আবারও সত্য প্রমাণিত হলো হাজীগঞ্জ-শাহরাস্তিতে বিএনপির দু’ মেরুর রাজনীতি এক হওয়ার মধ্য দিয়ে। একই দলের দীর্ঘদিনের দুই চিরপ্রতিদ্বন্দ্বী এমএ মতিন ও ইঞ্জিঃ মমিনুল হক এক হওয়ার মধ্য দিয়ে আপাতত ধরা যায়
এ দু’ উপজেলায় বিএনপির দীর্ঘদিনের দ্বন্দ্বের অবসান হলো। এক হয়ে কাজ করার ঘোষণা দিলেন চাঁদপুর-৫ আসনের
একাধিকবারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য এমএ মতিন ও চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিঃ মমিনুল হক। গতকাল ২৮ জুন রোববার ঢাকার উত্তরায় একটিহোটেলে ইফতার পার্টিতে তাঁরা দু’জনে উপস্থিত থেকে এ ঘোষণা দেন। এ অনুষ্ঠানে শাহরাস্তি ও হাজীগঞ্জ উপজেলার বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত হলেন। অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দের উদ্দেশ্যে এমএ মতিন বলেন, আমরা দু’ জন দলের জন্যে যা করার দরকার তা করবো। দলের স্বার্থে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বার্থে আমাদেরকে হাতে হাত ও কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। ইঞ্জিঃ মমিনুল হক বলেন, আমি স্যারের (এমএ মতিন) একজন ভালো কর্মী ছিলাম। সে জন্যে ২০০৮ সালের নির্বাচনে ভালো ফলাফল করতে পেরেছি। আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, আমরা সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো। সভা সঞ্চালনায় ছিলেন বিএনপি নেতা হাজী ইমাম হেসেন। উপস্থিত ছিলেন বিএনপি নেতা আলমগীর কবির পাটওয়ারী, মোঃ মোস্তফা কামাল, আয়েত আলী ভূঁইয়া, মমতাজ উদ্দিন আহমেদ, শেখ বেলায়েত হোসেন সেলিম, আক্তার হোসেন চৌধুরী, আবুল বাসার, আব্দুর রহমান মিজি, নাজমুল আলম চৌধুরী, সাইফুল করিম মিনার, অ্যাডঃ সাহেদুল হক মজুমদার সোহেল, তাজুল ইসলাম সুমন, জাকিরুল ইসলাম খান জুনু, মনির হোসেন, জুবায়ের আল নাহিয়ান রাজু, আতাহার আহমেদ তানভীর প্রমুখ।