আমার কণ্ঠ রিপোর্ট
চাঁদপুরের ৭ কলেজসহ ২শ’৮৫ কলেজ জাতীয়করণের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে শিামন্ত্রণালয় । ২০ এপ্রিলের এক চিঠিতে এ সব কলেজের সব স্থাবর ও অস্থাবর সম্পত্তি সরকারের (সচিব, মাধ্যমিক ও উচ্চশিা বিভাগ) নিকট হস্তান্তর করে রেজিস্ট্রিকৃত দানপত্র জরুরি ভিত্তিতে মন্ত্রণালয়ে পাঠাতে বলা হয়েছে। মাধ্যমিক ও উচ্চশিা অধিদপ্তরের মহাপরিচালক ও সংশ্নিষ্ট জেলা প্রশাসকদের এ কপি বিতরণ করা হয়েছে বলে জানা যায় ।
এছাড়াও জাতীয়করণের চূড়ান্ত তালিকায় স্থান পেয়েছে দেশের ২শ’৮৫টি বেসরকারি কলেজ।
শিা মন্ত্রণালয়ের ২০ এপ্রিলের এক চিঠিতে এসব কলেজের সব স্থাবর ও অস্থাবর সম্পত্তি সরকারের [সচিব, মাধ্যমিক ও উচ্চশিা বিভাগ] নিকট হস্তান্তর করে রেজিস্ট্রিকৃত দানপত্র জরুরী ভিত্তিতে মন্ত্রণালয়ে পাঠাতে বলা হয়েছে। মাধ্যমিক ও উচ্চশিা অধিদপ্তরের মহাপরিচালক ও সংশ্নিষ্ট জেলা প্রশাসকদের এ কপি বিতরণ করা হয়েছে।
চাঁদপুরের কলেজগুলো হলো কচুয়া বঙ্গবন্ধু ডিগ্রি কলেজ, ফরিদগঞ্জ বঙ্গবন্ধু ডিগ্রি কলেজ, ছেংগারচর ডিগ্রি কলেজ, মতলব ডিগ্রি কলেজ, হাইমচর মহাবিদ্যালয়, হাজীগঞ্জ মডেল কলেজ ও করফুলেন্নেছা মহিলা কলেজ।