আমার কণ্ঠ রিপোর্ট
একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে হাজীগঞ্জ পৌর এলাকায় পোস্টার লিফলেটে ছেড়ে গেছে। পৌর এলাকার প্রত্যেকটি ওয়ার্ড এবং অলিগলি থেকে শুরু করে সব জায়গাই ছিল সংসদ নির্বাচনী পোষ্টার। এতে পৌরসভার মেয়রের অক্লান্ত পরিশ্রমের সৌন্দর্যবর্ধিত পৌর এলাকা অসুন্দর হয়ে পড়ে। গত ৩০ ডিসেম্বর শান্তিপূর্ণ নির্বাচন শেষ হওয়ার পরপরই হাজীগঞ্জ পৌর এলাকা থেকে পৌরসভা জনপ্রিয় মেয়র নিজ উদ্যোগে পৌর এলাকার প্রত্যেকটি ওয়ার্ড, অলিগলি, এবং পুরো বাজার থেকে নির্বাচনী পোষ্টার লিফলেট সরিয়ে ফেলেছেন। এতে পৌরসভার সৌন্দর্য আগের জায়গায় ফিরে গেছে। ব্যবসায়ীদের সাথে কথা হলে তারা বলেন, সুন্দর পৌরসভাতে নির্বাচনী পোষ্টার দিয়ে অসুন্দর করা হয়েছে। নির্বাচন শেষ হওয়ার সাথে সাথেই পৌরসভার জনপ্রিয় মেয়র অল্প সময়ের মধ্যে এ পোস্টার লিফলেট অপসারণ করতে পেরেছেন তার জন্যে ব্যবসায়ীদের পক্ষ থেকে পৌরসভার মেয়র মাহবুব উল আলম লিপনকে ধন্যবাদ জানাই।
এ ব্যাপারে পৌরসভার মেয়রের সাথে মোবাইলে কথা হলে তিনি বলেন, পৌরবাসীকে শতভাগ সেবা প্রদান, পৌর এলাকার সৌন্দর্য বৃদ্ধিসহ সকল কিছু শতভাগ যথাসময়ে শেষ করা জন্য আমি দিনরাত পরিশ্রম করে যাচ্ছি। আশা করি আগামী দিনগুলোতে হাজীগঞ্জ পৌর এলাকা দৃষ্টি নন্দনের জন্য অনেক প্রকল্পের কাজ চলছে। এ কাজ শেষ হয়ে গেলেই পৌর এলাকা দেখার জন্য অন্য জেলা, উপজেলা থেকে লোকজন আসবেন। এছাড়াও গত আড়াই তিন বছরের মধ্যে যেসকল উন্নয়ন হয়েছে তা অতিতে কারো পক্ষে সম্ভব হয়নি। অনেক বাড়ির মানুষের যাতায়াতের রাস্তা ছিল না। রাস্তা নিয়ে বাড়ি বাড়ি মারামারি ছিল কিন্তু আমি নিজে উদ্যোগ নিয়ে সকল সমাধান করে নতুন রাস্তা করে দিয়েছি। এখন সবাই মিলে মিশে একই রাস্তা দিয়ে আসা যাওয়া করে।