চাঁদপুর প্রতিনিধি-
চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ছিনতাইয়ের প্রস্তুতি কালে ৩ যুবককে আটক করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গত ২৭ অক্টোবর রাত সাড়ে ১১ টায়। জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক মামুনুর রশিদ সরকার জানান, হাজিগঞ্জ উপজেলার সুবিদপুর, মারামুরা ও উড়পুর গ্রামের ৩ যুবক ছিনতাইয়ের উদ্দেশ্য সিএনজি স্কুটার ভাড়া করে চাঁদপুরে প্রবেশ করে। রাত সাড়ে ১১টায় ওয়ারলেস মোড়ে চেক পোষ্ট বসালে ওই সিএনজি স্কুটারটিতে তল¬াশি চালালে হাজিগঞ্জ উপজেলার সুবিদ পুর গ্রামের মোঃ তাজুল ইসলাম (২৬) মারামুরা গ্রামের তারিকুল ইসলাম সাগর (২০) ও উড়পুর গ্রামের আহসান হাবিব (২০) কে একটি কালো ব্যাগের ভিতর বড় কস্টেপ লাইলন দড়ি ও দু’টি ছোরা সহ আটক করা হয়। আটকের পর ৩ যুবককে জিজ্ঞাসাবাদ করা হলে ছিনতাইয়ের উদ্দেশ্যে চাঁদপুরে এসেছে বলে স্বীকার করে।