চাঁদপুরোর হাইমচরে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বাংলাদশ আওয়ামীলীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৩ জুন বুধবার সকাল ১১ টায় হাইমচর উপজেলা আওয়ামীল অস্থায়ী কার্যালয়ে হাইমচর উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোঃ হুমায়ুন কবির প্রধানীয়ার সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক মোঃ মাকসুদ আলম খান এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও হাইমচর উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক নূর হোসেন পাটওয়ারী।
প্রধান অতিথিরর বক্তব্যে বলেন, বর্তমান আওয়ামীলীগ সরকারের কারেন আজ বাংলাদেশ এত উন্নয়ন হয়েছে।বাংলাদেশে যতদিন আওয়ামীলীগ সরকার থাকবে ততোদিন এ দেশে কোনো দুর্নীতি বাজের ঠাঁই হবে না। বাংলাদেশ আজ রোল মডেল হতে চলেছে।বর্তমান সরকার জনবান্দব সরকার,তাই বর্তমান আওয়ামীলীগ সরকার জনগনকে নিয়েই দেশ উন্নয়ন করে চলছে। বর্তমানে করোনা ভাইরাসের কারনে আজ এত বৃহৎ প্রোগ্রামেকে ছোট করে আওয়ামীলীগ অফিসে করতে হয়েছে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন,হাইমচর উপজেলা আওয়ামীলীগ সহ সভাপতি এম এ বাসার,উপজেলা আওয়ামীলীগ যুগ্ন সাধারন সম্পাদক মোঃ লোকমান হোসেন মাষ্টার, প্রচার সম্পাদক মোঃ মুনসুর পাটওয়ারী, ইউপি চেয়ারম্যান আহমদ আলী মাষ্টার, মোঃ হাবিবুর রহমান গাজি, আলগী দক্ষিণ ইউনিয়ন আওয়ামীলীগ সাবেক সাধারন সম্পাদক আলী আহম্মদ দেওয়ান,উপজেলার চরভৈরবী মহিলা আওয়ামীলীগ আহবায়ক লায়লা আন্জুমারা ভানু, উপজেলা যুবলীগ সদস্য মোঃ ইসমাইল হোসেন আখন।এসময় উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শাহনাজ বেগম,হাইমচর উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক ডেপুটি কমান্ডার মোঃ হাফিজ মাষ্টার,হাইমচর প্রেসক্লাব সভাপতি মোঃ খুরশিদ আলম, হাইমচর উপজেলা পরিষদ সাবেক ভাইস চেয়ারম্যান এস এম কবির শেখ,ইউপি চেয়ারম্যান সালাউদ্দিন সরদার, চরভৈরবী ইউনিয়ন আওয়ামীগ সাধারন সম্পাদক মোঃ সোহেল হাওয়ালাদর।
আলোচনা সভা শেষে হাইমচর উপজেলা পরিষদের পক্ষ হতে মাস্ক, সাবান ও স্যানিটারি বিতরণ করা হয়।