এখন থেকে স্কুল-কলেজের শ্রেণিকে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে পারবেন না শিক বা শিার্থীরা। শ্রেণিকে মোবাইল ফোন ব্যবহারে এ নিষেধাজ্ঞা জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিা অধিদপ্তর।
মাধ্যমিক ও উচ্চ শিা (মাউশি) অধিদপ্তরে মহাপরিচালক প্রফেসর ড. এস এম ওয়াহিদুজ্জামান স্বারিত এক আদেশে এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
আদেশে বলা হয়, সম্প্রতি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিাপ্রতিষ্ঠানের কিছু শিক-শিার্থী মোবাইল ফোন নিয়ে শ্রেণিকে প্রবেশ করছেন বা শ্রেণিকে ফোনে কথা বলছেন। এতে শ্রেণিকে শিখন-শেখানো কার্যক্রম ব্যাহত হচ্ছে। এতে শিার্থীরা শ্রেণির কার্যক্রমে মনযোগী হতে পারছে না।
জানা যায়, এর আগে শ্রেণিকে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছিল শিা মন্ত্রণালয়। কিন্তু শিকরা তা মানছেন না। গত জুলাই মাসে প্রাথমিক বিদ্যালয়ের কাস চলাকালে মোবাইল ফোন নিষিদ্ধ করে পরিপত্র জারি করে প্রাথমিক শিা অধিদপ্তর।