জিসান আহমেদ নান্নু, কচুয়া
কচুয়া পৌরসভাধীন কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী ইসরাত জাহান রিম্মি (১১) বিদ্যালয়ের সিঁড়ি থেকে পড়ে নিহত হয়েছে। সে কুমিল্লার চান্দিনা উপজেলার লেঙ্গামুড়ি গ্রামের সৌদি প্রবাসী শুক্কুর আলীর মেয়ে। নিহত ইসরাত জাহান রিম্মি বিদ্যালয় সংলগ্ন করইশ গ্রামে ক্রয়করা বাড়িতে মায়ের সাথে বসবাস করত। সে দুই ভাই দুই বোনের মধ্যে সবার বড়। নিহত স্কুল ছাত্রীকে বিদ্যালয়ে নিয়ে আসার পর এক হৃদয় বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। সহপাঠী ছাত্র-ছাত্রী থেকে শুরু করে এলাকার শত শত মানুষ কান্নায় ভেঙ্গে পরে। অবুঝ শিশুর এ অকাল মৃত্যুতে সবাই শোকে বিহবল হয়ে পরে।
প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান জানান, সকাল ৯টা ১০ মিনিটের সময় আমরা অফিসে অবস্থান করছি। এসময় হঠাৎ ছাত্রীটি স্কুলের সামনের সিঁড়ি থেকে মাথা ঘুরে পড়ে গেছে বলে অন্যান্য শিক্ষার্থীদের ডাক চিৎকার শুনে ঘটনাস্থলে গিয়ে তার মাথায় পানি দেই এবং তাৎক্ষনিক তাকে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠাই।
হাসপাতালের দায়িত্বরত আবাসিক মেডিকেল অফিসার ডা. আব্দুল মান্নান জানান, সকাল ১০টার সময় ওই ছাত্রীটিকে হাসপাতালে নিয়ে আসলে মৃত অবস্থায় পাই।
এদিকে স্কুল ছাত্রী ইসরাত জাহান রিম্মি সিঁড়ি থেকে পড়ে যাওয়ার পর হাসপাতালে নিতে বিলম্ব হওয়ায় এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেন। বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ সাদেক মুন্সি জানান, স্কুল ছাত্রী ইসরাত জাহান রিম্মি স্কুলের সিঁড়ি থেকে পড়ে যাওয়ার খবর পেয়ে প্রথমে হাসপাতালে শুনি মেয়েটি মরাগেছে। সেখান থেকে তার লাশ নিয়ে বিদ্যালয়ে আসি। এ ঘটনায় তাৎক্ষনিক বিদ্যালয়ে কালো পতাকা উত্তোলন ও বৃহস্পতিবার ওই ছাত্রীর স্মরণে দোয়া ও মিলাদ মাহফিলের সিদ্ধান্ত গ্রহণ হয়।
কচুয়া ০১ ঃ নিহত ইসরাত জাহান রিম্মির পরিবারের স্বজনদের আহাজারি। ইনসেটে ইসরাত জাহান রিম্মি।
কচুয়া ০২ঃ নিহত স্কুল ছাত্রী ইসরাত জাহান রিম্মিকে শেষ বারের মতো দেখতে সহপাঠী ও উৎসুক ছাত্র-ছাত্রীদের ভীড়। ছবিঃ জিসান আহমেদ নান্নু।