সিরাজগঞ্জ পৌরসভার ৬ নং ওয়ার্ডের বিজয়ী কাউন্সিলর তরিকুল ইসলাম খান দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হয়েছেন।
শনিবার রাত ৮টার দিকে তার মৃত্যু হয়। তবে এ বিষয়ে পুলিশের আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
একাধিক গণমাধ্যম, নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, সারাদিন ভোট গ্রহণ শেষে ভোট গণনা চলছিল। এর মধ্যে নতুন ভাঙ্গাবাড়ি সেন্টারে ভোটে এগিয়ে যায় তরিকুল ইসলাম খানের ডালিম মার্কা। অন্য কেন্দ্র শহীদগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্রে পরাজিত উট প্রতীকের শাহাদৎ হোসেন ফলাফল আটকে রেখেছে এমন সংবাদ পেয়ে সেখানে যান তরিকুল ইসলাম।
পরে আনুষ্ঠানিকভাবে বিজয়ী ঘোষণা করা হয় তরিকুলকে। তা নিয়ে দুই প্রার্থীর মধ্যে তর্কাতর্কির এক পর্যায়ে তাকে ছুরিকাঘাত করে এক দুর্বৃত্ত। পরে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
তার মৃতদেহ সিরাজগঞ্জ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।