চাঁদপুর প্রতিনিধি
চুরি, ছিনতাই ও চাঁদাবাজির অভিযোগে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এসানুল হক মিলনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে চাঁদপুরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। মঙ্গলবার দুপুর ১টার দিকে এ আদেশ জারি করেন বিচারক অসীম কুমার দে।
২০১০ সালে কচুয়ার আমুজান এলাকায় চুরি, ছিনতাই, চাঁদাবাজির অভিযোগ আওয়ামীলীগ কর্মী পালাশ মিয়া বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এ মামলায় ২৭ জানুয়ারি আদালতে শুনানির দিন ধার্য ছিলো। আসামি আদালতে উপস্থিত না হলে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। মামলার নম্বর জিআর ১৪/২০১০।
অ্যাডভোকেট মইনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ১৫ জানুয়ারি মিলনের বিরুদ্ধে নির্বাচন ব্যয় সংক্রান্ত মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। মিলন বর্তমানে সৌদি আরব অবস্থান করছেন।