হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ পোস্ট অফিসের ডাক বিভাগের একটি ব্যাগে ইয়াবা পাওয়া গেছে। এ ঘটনায় ডাক বিভাগের ৪ কর্মচারীকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৯ মে) সকাল ৭টায় এ ঘটনা ঘটে। এ সময় ২ হাজার ৩৫৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে গ্রেপ্তারকৃত অভিযুক্ত ৪ কর্মচারীর নাম-পরিচয় জানা যায়নি।
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক এএইচএম তৌহিদ-উল আহসান বলেন, আজ সকাল ৭টার দিকে বিমানবন্দরের ৮ নং হ্যাংগার গেটে পোস্ট অফিসের একটি মালামাল স্ক্যানিং করার সময় এভিয়েশন সিকিউরিটির (এভসেক) স্ক্যানার এ এস জি সুলতান মাহমুদ একটি ব্যাগের ভেতর ইয়াবা সাদৃশ্য বস্তু শনাক্ত করেন। এরপর তিনি ঊর্ধ্বতনদের বিষয়টি অবহিত করলে ঘটনাস্থলে এসে ২ হাজার ৩৫৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ডাক বিভাগের ৪ কর্মচারীকে আটক করা হয়।
তৌহিদ-উল আহসান বলেন, অভিযুক্তদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিমানবন্দর প্রতিনিধির কাছে হস্তান্তর করা হয়েছে।
গ্রেপ্তারকৃত ৪ জনের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া কথা জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।