খেলাধুলা ডেস্ক
ফুটবলে সর্বকালের সেরা বলে বিবেচিত পেলে! তাকে বলা হয় খেলাটির রাজা। এ যাবত তার সঙ্গে শুধু তুলনা হয়েছে দিয়েগো ম্যারাডোনার। দুজনের মধ্যে কে সেরা? এ নিয়ে বিতর্ক জিইয়ে আছে। এর মধ্যে ফাল হয়ে ঢুকেছেন লিওনেল মেসি। সাম্প্রতিক সময়ে ব্রাজিল কিংবদন্তির সঙ্গে তারও তুলনা হচ্ছে।
পেলের মন্তব্য-মেসির কেবল একটিই স্কিল। ও শুধু বাঁ পায়ে গোল করতে সক্ষম। ডান পায়ে জোরালো শট নিতে পারে না। উড়ে আসা বলে ভালোভাবে মাথা ছোঁয়াতেও পারে না।
পেলের এমন মন্তব্যের পর নানা মুনির নানা মত। সবাই নিজের মতো করে জবাব দিচ্ছেন। তবে এ প্রশ্নের উত্তর নেই আন্দ্রেস ইনিয়েস্তার কাছে।
একসময় বার্সেলোনার হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে খেলেছেন মেসির সঙ্গে। লা মেসিয়ায় একসঙ্গে বেড়ে উঠেছেন। তাই খুব কাছ থেকে সতীর্থকে দেখেছেন স্পেন কিংবদন্তি।
ইনিয়েস্তা বলেন, আমার কাছে পেলের প্রশ্নের উত্তর নেই। তবে এটুকু বলব-ইতিহাসে সেরা খেলোয়াড় মেসি। সে সব রেকর্ডের জনক। ক্যারিয়ারে হেডে, বাঁ ও ডান পায়ে সমান দক্ষতায় তাকে গোল করতে দেখেছি। সে যা করে দেখিয়েছে, তা কাউকে করতে দেখিনি। প্রতি বছর আমার প্রত্যাশাকে ছাড়িয়ে গেছে ও।
দীর্ঘদিন বার্সার মাঝমাঠের কাণ্ডারি ছিলেন ইনিয়েস্তা। একদিন না একদিন সবাইকে প্রিয় আবাস ছাড়তে হয়। বয়সের ভারে ক্লান্ত হয়ে তিনিও ছেড়েছেন। এখন খেলছেন জাপানি ক্লাব ভিসেল কোবের হয়ে।