মসজিদুল হারামের পর মসজিদে নববিতে বিশেষ নিরাপত্তা বাহিনীর নারী সদস্যদের প্রথম দলকে মোতায়েন করেছে সৌদি সরকার। পবিত্র রমজান মাসে তাঁরা মসজিদে নববিতে আগত নারী মুসল্লি ও জিয়ারতকারীদের স্বাস্থ্যবিধি বাস্তবায়নসহ নিরাপত্তাবিষয়ক সেবা প্রদান করছেন।
মদিনা নগরীর পুলিশপ্রধান মেজর জেনারেল আবদুল রহমান আল মাসহান জানান, মসজিদে নববিতে ৯৯ সদস্যের নারী নিরাপত্তাকর্মী নিয়োগ দেওয়া হয়েছে। তাঁরা গত বছরের আগস্ট মাস থেকে অদ্যবধি দায়িত্ব পালন করে যাচ্ছেন।
মসজিদে নববিতে নারীদের রওজা শরিফ জিয়ারতের কার্যক্রমকে সুশৃঙ্খল ও কার্যকরভাবে সম্পন্ন করতে নারী নিরাপত্তা বাহিনী সহায়ক ভূমিকা পালন করেছে বলে জানান তিনি। তা ছাড়া নারী মুসল্লিদের করোনা সংক্রমণরোধে স্বাস্থ্যবিধি অনুসরণ নিশ্চিত করতে ব্যাপকভাবে কাজ করছেন তাঁরা।
রমজান মাসে বিশেষ দায়িত্ব পালন করতে নারী কর্মীদের নিরাপত্তা, মাঠপর্যায়ে দায়িত্বপালন ও প্রশাসনিক বিষয়ে উচ্চপর্যায়ের প্রশিক্ষণ দেওয়া হয়।
মদিনার গভর্নর প্রিন্স ফয়সাল বিন সালমান মসজিদে নববিতে নারী মুসল্লিদের সেবায় নিয়োজিত নারী নিরাপত্তাকর্মীদের ভূমিকা পালনে ভূয়সী প্রশংসা করেন।