চাঁদপুরে মতলব পৌরসভা নির্বাচন রোববার শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। নির্বাচনে ৯ টি ওয়ার্ডে কাউন্সিলর পদে (নারী ও পরুষ) ৫৩ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনের কয়েকদিন আগে বেশ কয়কজন কাউন্সিলর পদপ্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ান।ফলে প্রত্যেকটি ভোট কেন্দ্রেরই হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে।
৯ টি ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর ১১ জন ( পুরুষ ৮ জন, নারী ৩ জন) প্রতিদ্বন্দ্বিতা করেন। তাদের মধ্যে নির্বাচিত হন বর্তমান কাউন্সিলর ৪ জন ও নারী কাউন্সিলর ১ জন। তারা হলেন – ১ নং ওয়ার্ডে আবুল বাসার পারভেজ মিয়াজী, ৫ নং ওয়ার্ডে ওয়াজ উদ্দিন, ৮ নং ওয়ার্ডে মামুন চৌধুরী বুলবুল ও ৯ নং ওয়ার্ডে আব্দুল হাই বকাউল।
নতুন কাউন্সিলর নির্বাচিত হয় ৭ জন। তাদের মধ্যে পুরুষ-৫ জন, নারী হলো ২ জন। তারা হলেন- ২ নং ওয়ার্ডে মুক্তিযোদ্ধ লিয়াকত আলী সরকার, ৩ নং ওয়ার্ডে সারোয়ার সরকার লিখন, ৪ নং ওয়ার্ডে আনিছুর রহমান আনু, ৬ নং ওয়ার্ডে সাইফুল ইসলাম মহন, ৭ নং ওয়ার্ডে পিন্টু সাহা।নারী কাউন্সিলর পদে নতুন মুখ ১ নং ওয়ার্ডে মরিয়ম ইসলাম ও ৩ নং ওয়ার্ডে মাইরিন সুলতানা।
নারী কাউন্সিলর পদপ্রার্থীদের মধ্যে আওয়ামী লীগ সমর্থিত ৩ জনের মধ্যে কেউই পাশ করেনি।