চাঁদপুর মতলবে উত্তরে দুইটি ইটভাটায় অভিযান চালিয়ে দেড় লাখ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।
২১ ফেব্রুয়ারি রোববার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স্নেহাশীষ দাসের নেতৃত্বে উপজেলার সুলতানাবাদ ইউনিয়নের পিবিএম ও এসবিএম ব্রিক ফিল্ডে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন- ২০১৩ অনুযায়ী কৃষি জমি নষ্ট করে মাটি কাটার দায়ে পিবিএম ব্রিক ফিল্ডকে ৫০ হাজার ও এসবিএম ব্রিক ফিল্ডকে ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। সঙ্গে সঙ্গে নষ্টকৃত কৃষি জমি পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আফরোজা হাবিব শাপলা। সার্বিক সহযোগিতায় ছিল মতলব দক্ষিণ থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা।
ইউএনও স্নেহাশীষ দাস জানান, পরিবেশ ও কৃষি জমি সুরক্ষায় উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।