বাকিলা প্রতিনিধি-
হাজীগঞ্জের বাকিলায় জনতার অবরোধের মুখে পল্লী বিদ্যুৎ সমিতি ট্রান্সফর্মার স্থাপন করে বিদ্যুৎ সংযোগ দিতে বাধ্য হয়েছে। গতকাল বুধবার বৈদ্যুতিক ট্রান্সফর্মার পুনঃস্থাপনের দাবিতে চাঁদপুর-কুমিল্লা মহাসড়ক অবরোধ করেছে উপজেলার বাকিলাবাজার ব্যবসায়ীসহ স্থানীয় জনতা। এদিন সকাল ১০টা থেকে বেলা ১১টা ১ ঘণ্টা অবরোধে অংশ নেয় ব্যবসায়ীরা। পরে পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মোঃ ইউসুফ বুধবার বিকেলের মধ্যে ট্রান্সফর্মার দেয়ার আশ্বাস দিলে জনগণ অবরোধ তুলে নেয়।
ব্যবসায়ীদের সূত্রে জানা যায়, প্রায় ১৫ দিন আগে বাকিলা মধ্য বাজারে পল্লী বিদ্যুতের একটি ট্রান্সফর্মার বিকল হয়ে যায়। এ ট্রান্সফর্মারের আওতায় প্রায় অর্ধশতাধিক ব্যবসা প্রতিষ্ঠান এবং মিল পরিচালনা হয়ে আসছে। গত সপ্তাহে বিকল ট্রান্সফর্মারটি মেরামতের জন্য বিদ্যুৎ কর্তৃপক্ষ খুলে নিয়ে যায়। এর পরেই বিদ্যুৎ কর্তৃপক্ষ ঐ ট্রান্সফর্মার মেরামত খরচ হিসেবে ব্যবসায়ীদের কাছে প্রায় ৫৫ হাজার টাকা দাবি করেন। দাবিকৃত টাকা পরিশোধ করা না হলে এই ব্যবসায়ীদেরকে ট্রান্সফর্মার দেয়া হবে না বলে জানিয়ে দেয়া হয়। এতেই ক্ষুব্ধ হয়ে এদিন অবরোধে সর্বাত্মকভাবে অংশগ্রহণ করে ব্যবসায়ীরা। অবরোধ চলাকালে মহাসড়কের দু পাশে শতাধিক যাত্রীবাহী যানবাহন আটকে পড়ে।
অবরোধ চলাকালে ঘটনাস্থলে হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মুর্শিদুল ইসলাম, পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মোঃ ইউসুফ, এজিএম (প্রকৌশলী) মোঃ শাহজাহান, অফিসার ইনচার্জ শাহ আলম হাজির হন এবং স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দের উপস্থিতিতে বিষয়টি সমাধান করা হয়।
বাকিলা প্লাজা মার্কেটের মালিক মোঃ আবদুল করিম ও একই মার্কেটের ব্যবসায়ী ডাঃ অমল ধর বলেন, পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হলে তারা বলেন, ট্রান্সফর্মারটি আনতে হলে মোট ৫৩ হাজার টাকা দিতে হবে। এতে ব্যবসায়ীরা ক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধে অংশ নেয়।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহ আলম বলেন, অবরোধের কথা শুনেই আমি ঘটনাস্থলে যাই। পরে অবরোধকারী ও পল্লী বিদ্যুতের জেনারেল ম্যানেজারের সাথে কথা বলার পরেই সড়ক অবরোধ তুলে নেয়া হয়।
চাঁদপুর পল্লী বিদ্যুৎ সদর দপ্তরের জেনারেল ম্যানেজার (জিএম) মোঃ ইউসুফ জানান, এ লাইনের শিল্প গ্রাহক ও মোবাইল টাওয়ার কর্তৃপক্ষ মেরামত খরচ দিতে হবে আর সাধারণ গ্রাহকদেরকে খরচ দিতে হবে না। আরেক প্রশ্নে এ কর্মকর্তা বলেন, আজ বিকেলের মধ্যে ট্রান্সফর্মার লাগিয়ে সাধারণ ব্যবসায়ীদের সংযোগ দেয়া হবে।