জেলার হাইমচর উপজেলায় স্ত্রীর সঙ্গে অভিমান করে আত্মহত্যা করেছেন স্বামী আমান উল্লাহ (৩৫)।
নিজ ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে সোমবার রাতে আত্মহত্যা করেন তিনি।
আমান উপজেলার মহজমপুর গ্রামের আমীর হোসেনের ছেলে। তার এক মেয়ে ও দুই ছেলে রয়েছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় স্ত্রীর সঙ্গে কাথা কাটাকাটির এক পর্যায়ে স্ত্রীকে ঘর থেকে বের করে দেয় আমান। পরে স্ত্রী রাতে অন্য ঘরে ঘুমিয়ে পড়েন। সকালে আড়ার সঙ্গে ঝুলন্ত লাশ দেখে পুলিশ খবর দেয় স্থানীয়রা। পুলিশ এসে লাশ উদ্ধার করে।
হাইমচর থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কাশেম বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার সকালে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হবে বলেও জানিয়েছেন এসআই।