চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা পরিষদের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি)’র আওতায় দুঃস্থ মহিলা,অসহায় পরিবার,সামাজিক প্রতিষ্ঠান,শিক্ষা ও ক্রীড়া সংগঠনের মধ্যে সেলাই মেশিন, ঢেউটিন ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
বিতরণ সামগ্রীর মধ্যে রয়েছে সেলাই মেশিন ৬০টি, ঢেউটিন ৫৯ বান, ফুটবল, ভলিবল,ক্রিকেট সেট, লুডু, দাবা, জার্সি সহ ৩৯ সেট।
২৪ জুন বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ ভবনের সামনে স্বাস্থ্য বিধি নিষেধ মেনে এ সামগ্রী বিতরণ করেন ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট জাহিদুল ইসলাম রোমান।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলী হরি, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জিএস তসলিম, মহিলা ভাইস চেয়ারম্যান মাজুদা বেগম, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান, সাধারণ সম্পাদক আ. ছোবহান লিটন, সাবেক সভাপতি মামুন পাঠান, সিনিয়র সহসভাপতি এমকে মানিক পাঠান প্রমুখ।