ফরিদগঞ্জে মাস্ক ব্যবহার ও বিভিন্ন যানবাহনের বিভিন্ন অনিয়মের অপরাধে ১৫ জনের বিরুদ্ধে মামলা দায়েরের মাধ্যমে ৫ হাজার ৯ শত টাকা জরিমানা আদায় করা হয়।
১৫ মার্চ সোমবার উপজেলার চাঁদপুর-রায়পুর সড়কের চরকুমিরা চৌরাস্তায় এলাকায় সহকারী কমিশনার (ভুমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিষ্ট্রেট শারমিন আক্তার এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
এ সময় মাস্ক ব্যবহার না করায় দন্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় ৯ টি মামলায় ২ হাজার ৫ শত টাকা এবং সড়ক ও পরিবহন আইন ২০১৮ এর ৬৬ ধারায় ৬ টি মামলায় ৩ হাজার ৪ শত টাকা জরিমানা আদায় করা হয়।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার জানান, চাঁদপুর-রায়পুর সড়কে দূর্ঘটনা রোধে ও করোনা মোকাবেলায় মাস্ক ব্যবহার না করায় পৃথক পৃথক ১৫টি মামলায় ৫ হাজার ৯শত টাকা জরিমানা আদায় ও জন সচেতনতায় আমাদের এ অভিযান পরিচালনা করা হয়েছে।