জিসান আহমেদ নান্নু, কচুয়া
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কচুয়া উপজেলা শাখার ১২টি ইউনিয়ন ও পৌর কমিটি কাউন্সিলকে সামনে রেখে বিভিন্ন ইউনিয়নের সম্ভাব্য প্রার্থীরা প্রচার-প্রচরনায় ও গণসংযোগে নেমেছেন। এদের কেউ কেউ নির্বাচিত হলে অবহেলিত শিক্ষক ও শিক্ষার মান উন্নয়নে কি করবেন তারও নানান প্রতিশ্র“তি তুলে ধরছেন ভোটার ও সাধারণ শিক্ষকদের মাঝে।
কচুয়া উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নীতি নির্ধারনী সুত্রে জানা গেছে, চলতি মাসের যে কোন এক সপ্তাহে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রাথমিক শিক্ষক সমিতির ইউনিয়ন কাউন্সিল।
এ উপলক্ষ্যে নির্বচনী তফসিলও ঘোষনা করা হয়। কাউন্সিলে ৮নং কাদলা ইউনিয়ন প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক পদে লড়ছেন ৫৬নং গুলবাহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ কামাল হোসেন । কাউন্সিলকে সামনে রেখে কামাল হোসেন গত কয়েক দিন ধরে ইউনিয়নের এক প্রান্ত থেকে অপর প্রান্তে গনসংযোগ ও প্রচারনার মাধ্যমে সাধারণ সম্পাদক পদে নিজের প্রার্থীতার জানান দিয়ে ভোট প্রার্থনা করছেন। এক প্রতিক্রিয়ায় মোঃ কামাল হোসেন জানান, নির্বাচিত হলে অবহেলিত শিক্ষক ও শিক্ষার মান উন্নয়নে কাজ করার চেষ্টা করবো। এ জন্যে তিনি সকল শিক্ষক ও সমর্থকদের দোয়া-সহযোগীতা কামনা করেন।