চাঁদপুর প্রতিনিধি ঃ পুলিশের বাধার কারণে চাঁদপুর জেলা বিএনপি মঙ্গলবার বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করতে পারেনি। দীর্ঘ দিন পর মিছিল বের করার জন্য বিকেল চারটার মধ্যে শহরের বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও শিবিরের দেড়শতাধিক নেতা-কর্মী ব্যানার ও জাতীয় পতাকা এবং বাদ্যযন্ত্র নিয়ে জেলা বিএনপি কার্যালয়ের সামনে এসে জড়ো হয়। কিন্তু ছাত্রলীগ শহরে মিছিল বের করবে এবং তাদের আগে মিছিল করা যাবে না বলে পুলিশ তাদের জানিয়ে দেয়। এক পর্যায়ে চাঁদপুর মডেল থানার কর্মকর্তারা নেতা-কর্মীদের বিএনপি কার্যালয়ের সামনে থেকে জোর করে সরিয়ে অদূরে জেলা বিএনপি’র আহবায়কের বাসার সামনে নিয়ে অবরুদ্ধ করে রাখে। দীর্ঘক্ষণ অপেক্ষা করেও মিছিলের অনুমতি না পেয়ে পরে বিএনপি ও জামাত-শিবিরের কর্মীরা সন্ধ্যার দিকে ওই এলাকা ছেড়ে চলে যায়। ফলে আর আনন্দ মিছিল বের করা সম্ভব হয়নি।