অর্ধশত গাড়ীর বিরুদ্ধে মামলা
মানিক দাস, চাঁদপুর ॥ বিএনপি নেতৃত্বাধিন ২০ দলীয় জোট সরকার বিরোধী আন্দোলনের নামে সারা দেশে নাশকতা চালাচ্ছে। এ নাশকতারোধে চাঁদপুর শহরকে মুক্ত রাখতে গভির রাতে মোটর সাইকেলের উপর অভিযান চালানো হয়েছে। অভিযানে প্রায় অর্ধশত গাড়ীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। গত মঙ্গলবার রাত ১০টা থেকে গভির রাত পর্যন্ত চাঁদপুর শহরের কালি বাড়ী মোড় শপথচত্তর, পুলিশ বক্সের সামনে মোটর সাইকেলের উপর এ অভিযান চালানো হয়। অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামরুল ইসলাম এ অভিযানের নেতৃত্ব দেন। তিনি উপস্থিত সাংবাদিকদের জানান, দেশব্যাপী হরতাল অবরোধের নামে যে নাশকতা চালানো হচ্ছে তার বেশিরভাগই করা হচ্ছে মোটর সাইকেল যোগে। যার জন্য পুলিশ প্রশাসন মোটর সাইকেলের উপর কড়া নজরদারি রাখছে। এ সময় আরো উপস্থিত ছিলেন, ট্রাফিক ইন্সপেক্টর আব্দুর রহমান, চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল কাইয়ুম, মডেল থানার উপ-পরিদর্শক ফিরোজ আলম, সহকারি উপ-পরিদর্শক আবুল কালাম, নন্দন সরকার সহ পুলিশ সদস্যরা। এ সময় প্রায় অর্ধশতাধিক মোটর সাইকেল আটক করা হয়। যারা গাড়ীর বৈধ কাগজপত্র দেখাতে পেরেছেন তাদের গাড়ী ছেড়ে দেওয়া হয়েছে। বাকি সব গাড়ীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। পুলিশের আটক অভিযান অব্যাহত থাকবে বলে জানাযায়।