— আলহাজ্ব আব্দুল মান্নান খাঁন
মোঃ কামাল হোসেন ॥
দ্বিতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ (সেক্টর) (টএঐচ-ঐ) এর আওতায় হাজীগঞ্জ পৌরসভার জেন্ডার এ্যাকশন প্লান বাস্তবায়ন লক্ষ্যে সচেতনতা কর্মসূচির অংশ হিসেবে বিশ্ব নারী দিবস ২০১৫ উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল সাড়ে ১০টায় র্যালির উদ্ভোধন করেন হাজীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব আব্দুল মান্নান খাঁন। পৌর প্রাঙ্গন থেকে বর্ণাঢ্য র্যালি হাজীগঞ্জ বাজার প্রদক্ষিণ করে পুনরায় পৌর প্রাঙ্গনে এসে শেষ হয়। র্যালি শেষে আলোচনা সভায় সভাপতির বক্তব্যে আলহাজ্ব আব্দুল মান্নান খাঁন কবির ভাষায় বলেন, পৃথিবীতে যা কিছু কল্যাণকর অর্ধেক তার করেছে নারী অর্ধেক করেছে নর। তাই নারী ক্ষমতায়নে এবং নারীদের অধিকার অর্জনে, নারীদের অগ্রণি ভুমিকা পালন করতে হবে। নারীদিবস শুধুমাত্র র্যালি আর আলোচনা সভার মধ্যে সীমাবদ্ব নয়, নারী দিবস কি এবং কেন? তা জানতে হবে, এর মর্মার্থ বুঝতে হবে। নারীদের শিক্ষিত, সচেতন ও সাবলম্বি হতে হবে। তাহলেই নারীদের প্রতি যে বিরুপ আচরণ তা এই সমাজ থেকে এক সময় মুছে যাবে।তিনি পুরুষদের উদ্দ্যেশে বলেন, নারী আপনার আমার মা, বোন, স্ত্রী, আবার মেয়ে। তাই তাদের যথাযথ সম্মান অবশ্যই প্রদান করতে হবে। কিছু কিছু পুরুষদের জন্য সকল পুরুষ আজ অভিযুক্ত। তাই আসুন আমরা সবাই সচেতন হই, ১৮বছরের আগে কোন মেয়েদের বিয়ে নয়, ছেলে মেয়ে সবার জন্য সমান শিক্ষার ব্যবস্থা করতে হবে এবং মেয়েদের হাতের কাজ শিখতে হবে।
উক্ত আলোচনা সভায় জেন্ডার কমিটির সদস্য সচিব মোঃ আনোয়ার হোসেনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, হাজীগঞ্জ পৌরসভার সচিব নূর আজম বিন আখতার, জেন্ডার কমিটির চেয়ারপার্সন শাহানারা বেগম, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহিলা কাউন্সিলর মনোয়ারা বেগম, বিবি হাওয়া ও জেসমিন আক্তারসহ হাজীগঞ্জ পৌরসভার কর্মকর্তা, কর্মচারি, বিভিন্ন ওয়ার্ড থেকে আগত নারীগন।
উল্লেখ্য সভায় নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে পৌরসভা ও বঞ্চিত মানুষের জন্য পৌরসভা বিষয়ক প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়।