বাঙালির প্রাণের উৎসব পয়লা বৈশাখকে সামনে রেখে বাজারে ইলিশের দাম ‘অস্বাভাবিক’ বেড়ে গেছে। নতুন বছরের শুরুতে পান্তা-ইলিশের প্রধান অনুষঙ্গ এই রূপালী মাছের বর্ধিত চাহিদাকে পুঁজি করে ব্যবসায়ীরা ফায়দা লুটছেন বলে অভিযোগ ক্রেতাদের।
ওজন ও আকারভেদে গত এক সপ্তাহে ইলিশের দাম সর্বোচ্চ ৫০০ টাকা পর্যন্ত বেড়েছে। ব্যবসায়ীরা বলছেন, বর্তমানে মেঘনায় ইলিশ ধরা নিষিদ্ধ থাকায় এবং গত এক সপ্তাহের প্রতিকূল আবহাওয়ায় কারণে বাজারে সরবরাহ কম থাকায় দাম বেড়েছে। তারা বলছেন, এখন বাজারে বিক্রি হওয়া ইলিশের বেশির ভাগই কয়েক মাসের হিমায়িত।
রাষ্ট্রায়ত্ত বিপণন সংস্থা টিসিবির হিসাবে, গত এক সপ্তাহে প্রতিকেজি ইলিশের দাম সর্বনিম্ন ২০০ টাকা থেকে সর্বোচ্চ ৪০০ টাকা পর্যন্ত বেড়েছে।
গত সপ্তাহে আকার ভেদে প্রতি কেজি ইলিশ ৬০০ টাকা থেকে এক হাজার টাকায় বিক্রি হয়েছে, যা বেড়ে দাঁড়িয়েছে ৮০০ থেকে ১৪০০ টাকায়।
বিক্রেতারা ৮০০ থেকে ৯০০ গ্রাম ওজনের জোড়া ইলিশের দাম হাঁকছেন দুই হাজার ২০০ টাকা। আর ৬০০ গ্রাম থেকে ৭৫০ গ্রাম ওজনের জোড়ার দাম তারা চাইছেন দেড় হাজার টাকা।
আবার ৪০০ থেকে ৫০০ গ্রাম ওজনের জোড়া বিক্রি করছেন এক হাজার টাকা। এছাড়া ২৫০ টাকা কেজিতে জাটকা বিক্রি করতে দেখা যায়। বাজার থেকে ৯০০ গ্রাম ওজনের একটি ইলিশ কিনেছেন ১১০০ টাকা দিয়ে জাহেদ হোসেন।
“স্ত্রী-কন্যার আবদার মেটাতে দুটি ইলিশ কিনতে এসেছিলেন অনেকে। কিন্তু দাম খুব বেশি হওয়ায় একটি ইলিশ কিনতে হলো।
“পয়লা বৈশাখকে কেন্দ্র করে ব্যবসায়ীরা সাধারণ মানুষকে ঠকাচ্ছেন। কিন্তু সরকারের এবিষয়ে কোনো নজরদারি নেই।”
ইলিশের দাম বাড়ার কারণ জানতে চাইলে পাইকাররা দাম বাড়িয়ে দিয়েছেন বলে তাকে বেশি দামে বিক্রি করতে হচ্ছে।
এক কেজি ২০০ গ্রাম ওজনের ইলিশের জোড়া চার হাজার টাকা ও এক কেজি ওজনের ইলিশের জোড়া হাঁকছেন তিন হাজার টাকা। মাত্র এক সপ্তাহ আগে তা ২ হাজার টাকায় বিক্রি হয়েছে।
জানতে চাইলে এক বিক্রেতা বলেন, “পদ্মার ইলিশ, তাই দাম একটু বেশি।”গত বছরের একই সময়ের তুলনায় দাম একটু বেশি। এবার সাগরে মাছ কম ধরা পড়ছে। কিন্তু পয়লা বৈশাখ উপলক্ষে চাহিদা বেড়েছে। তাই দাম বেড়েছে।”
তিনি জানান, সকালে ৭০০ থেকে ৮৫০ গ্রাম ওজনের প্রতি পিছ ইলিশ গড়ে তিনি ৭৪০ টাকায় বিক্রি করেছেন, যার দাম গত সপ্তাহে ১০০ টাকা কম ছিল।
আমরা আশা করবো পয়লা বৈশাখকে কেন্দ্র করে জাতীয় ইলিশ মাছের দাম যেন ক্রয় ক্ষমতার মধ্যে থাকে। এব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন।