আমার কণ্ঠ রিপোর্ট
হাজীগঞ্জ উপজেলার ৫নং সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম কাজলের পে সংবাদ সম্মেলন করেছে অত্র ইউনিয়ন আওয়ামী লীগ। রোববার সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে হাজীগঞ্জ প্রেসকাবের সভাপতি মুন্সী মোহাম্মদ মনিরের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে সঞ্চালনা করেন হাজীগঞ্জ প্রেসকাবের সাধারণ সম্পাদক খাজা সাফিউল বাসার রুজমন। সংবাদ সম্মেলনে প্রতিবেদন পাঠ করেন ৫নং সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম কাজল। তিনি লিখিত বক্তব্যে বলেন, ‘গত ৫ এপ্রিল বুধবার হাজীগঞ্জ থেকে প্রকাশিত সাপ্তাহিক নতুনের ডাক পত্রিকার প্রথম পাতায় ‘সুহিলপুর উচ্চ বিদ্যালয়ে শিকদের উপর বহিরাগতদের হামলা, হাজীগঞ্জে কৃমিনাশক ঔষধ খেয়ে দু’ শতাধিক শিার্থী অসুস্থ’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। সংবাদে অত্র ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদককে নিয়ে মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট তথা ভাংচুরের অভিযোগ এনে যে সংবাদ প্রকাশিত হয়েছে তা উদ্দেশ্য প্রণোদিত। স্থানীয় চারটি সামাজিক ও শিা প্রতিষ্ঠানের সাথে জড়িত থাকায় একটি কুচক্রি মহল প্রতিহিংসার বশবর্তী হয়ে ও সামাজিক মর্যাদা ুন্ন করার উদ্দেশ্যে এমন সংবাদ প্রকাশ করতে সাংবাদিককে উৎসাহিত করে। আমি এর তীব্র প্রতিবাদ জানাই।’
তিনি লিখিত বক্তব্যে আরও বলেন, ‘আমার মেয়ে, ভাগনি ও ভাতিজিরা সুহিলপুর উচ্চ বিদ্যালয়ে অধ্যয়নরত। ঘটনার দিন জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উপল্েয কৃমির ঔষধ সেবনের পর অজ্ঞাত কারণে তারাসহ কয়েকজন শিার্থী অসুস্থ্য হয়ে পড়ে। আমি বিষয়টি জেনে বিদ্যালয়ে গিয়ে সহকারি শিকদের সাথে দেখা করার সময় স্থানীয় বিল্লাল নামে এক অভিভাবকের সাথে শিকদের বাক-বিতন্ডা হয়। আমার হস্তেেপ বিষয়টি সামায়িকভাবে সমাধান হলেও পত্রিকায় অশালীন ভাষায় আমার বিরুদ্ধে প্রতিবেদন প্রকাশ হওয়ায় বর্তমানে পারিবারিক ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হচ্ছি।’ ভবিষ্যতে ওই পত্রিকাসহ সকল পত্রিকায় সঠিকতা যাচাই-বাছাই করে সংবাদ প্রকাশ করতে অনুরোধ জানান তিনি।
তিনি আরও বলেন, ‘বিদ্যালয়টি আমাদের এলাকার গৌরব। এর সুনাম নষ্ট করতে এমন হীন প্রচেষ্টা যারা করছে তাদেরকে চিহ্নিত করে এলাকায় শান্তি ফিরিয়ে আনতে হবে। আমরা চাই একটি স্বনামধন্য শিা প্রতিষ্ঠানে কোনরূপ কলঙ্গজনক অধ্যায় যেনো না আসে। এ বিদ্যালয়ের সুনাম নষ্ট করতেই একটি মহল কাজ করছে।’
ওই সময় আরও বক্তব্য রাখেন ৫নং সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব আলী আশরাফ দুলাল, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হিটু।
উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ফেরদৌস আহম্মেদ মজুমদার, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আবু তালেব লিটন, সহ-দপ্তর সম্পাদক রেজাউল করিম মিন্টু, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মফিজুল ইসলাম মাওলা, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহতাব হোসেন সবুজ, কামাল হোসেন প্রধানিয়া, সাংগঠনিক সম্পাদক রকিবুল হক রিপন, ইউনিয়ন যুবলীগের সভাপতি ফারুক খাঁন, সাধারণ সম্পাদক ইউছুফ প্রধানিয়া সুমন, যুগ্ম-সাধারণ সম্পাদক কবির পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিয়াজুল হক, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বিল্লাল হোসেন মাস্টার, সাধারণ সম্পাদক আব্দুর রহীম মিয়াজী প্রমুখ।