চাঁদপুর প্রতিনিধি-
চাঁদপুর শহরের জেটিসি কলোনীর বসবাসকারী মৃত মানিকদে’র ছেলে শহরের কুখ্যাত চোর বিশুদে (২৫)-কে চাঁদপুর মডেল থানার পুলিশ চোরাই মালামালসহ হাতেনাতে আটক করেছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় বিশু শহরের মিশন রোড এলাকা দিয়ে রিক্সা যোগে যাওয়ার সময় চাঁদপুর মডেল থানার সহকারী উপ-পরিদর্শক আহসানুজ্জামান লাবু মিশন রোড এলাকায় হরতাল ডিউটি করা কালে বিশুকে চোরাই মালসহ আটক করে। জিজ্ঞাসাবাদ করলে চোরা বিশু নিজেকে আল-আমিন নামে পরিচয় দেয়।পূর্বে পুলিশ চোরা বিশুকে ধরতে চেষ্টা করলেও ব্যর্থ হয়। বিশুর বিরুদ্ধে ছিচ্কে চুরি, মোবাইল চুরি, সিঁদেল চুরিসহ অসংখ্য চুরির অভিযোগ রয়েছে। বিশু শুধু চুরি-ই নয়; বিভিন্ন নারী দিয়ে অপকর্ম করিয়ে থাকে বলে অসংখ্য অভিযোগ রয়েছে।