ফাঁকাবাড়ি পেয়ে নারায়ণগঞ্জে কামলা মিয়া (৫৮) নামে এক ভণ্ড কবিরাজ তেল মালিশের নামে গৃহবধূকে ধর্ষণ করেছেন। মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) রাতে এ ঘটনায় গৃহবধূর স্বামী গৌতম সরকার বাদি হয়ে মামলা দায়ের করেন।
মামলার এজহার সূত্রে জানা যায়, বন্দর থানার সোনাকান্দা এনায়েতনগর এলাকার লম্পট ভণ্ড কবিরাজ কামাল মিয়ার সাথে পূর্ব থেকে পরিচয়ে বাড়িতে আসা যাওয়া করতেন। বিয়ের ২ বছর হলেও ছেলেমেয়ে না হওয়ায় ওই গৃহবধূর স্বামী কবিরাজ কামাল মিয়াকে বিষয়টি জানান। চিকিৎসা দিলে সন্তান হবে বলে ওই দম্পতিকে আশ্বস্ত করে কবিরাজ কামাল। পরে ওই কবিরাজের কাছে স্ত্রীর চিকিৎসা করাতে রাজি হন।
এর ধারাবাহিকতায় গত ৪ ফেব্রুয়ারি বেলা ১২টায় কবিরাজ কামাল মিয়া আমি বাসায় না থাকার সুযোগে সে আমার বাসায় আসে। পরে আমার স্ত্রীকে ঝার ফুক করে তাকে বিছানায় শুতে বলে। পরে তাকে তেল মালিশের কথা বলে আমার স্ত্রীর মুখ চেপে ধরে ধর্ষণ করে পালিয়ে যায়।
এ ব্যাপারে বন্দর থানার সেকেন্ড অফিসার এস আই মোদ্দাচ্ছের বলেন, অভিযোগটি তদন্ত করে দেখছি। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। ধর্ষককে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত আছে।