চাঁদপুরের মতলব উত্তর উপজেলার শাখারীপাড়া থেকে কামরুজ্জামান দেওয়ান (৫২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার দিবাগত রাত একটার দিকে ৩২টি ইয়াবাসহ তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানিয়েছে, এর আগে ৯ বার মাদক মামলায় বিভিন্ন মেয়াদে কারাভোগ করেন কামরুজ্জামান।
মতলব উত্তর থানা-পুলিশ জানিয়েছে, কামরুজ্জামানকে বুধবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাঁর বিরুদ্ধে ৯টি মামলা ছিল। এসব মামলায় তিনি বিভিন্ন মেয়াদে কারাভোগ করেন। সবশেষ মামলায় গত জানুয়ারিতে জামিন পেয়ে বাড়ি ফিরেছিলেন।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহজাহান কামাল বলেন, মঙ্গলবার রাতে মাদকবিরোধী অভিযান চালায় পুলিশ। এ সময় উপজেলার কয়েকটি এলাকা থেকে পাঁচজনকে আটক করা হয়। তাঁদের মধ্যে কামরুজ্জামানও ছিলেন।
আটকের পর পুলিশের করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় কামরুজ্জামানকে গ্রেপ্তার দেখিয়ে বুধবার চাঁদপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এ নিয়ে তাঁর বিরুদ্ধে মোট ১০টি মাদকের মামলা হলো।