জিসান আহমেদ নান্নু, কচুয়াঃ
কচুয়ায় খালি গায়ে থাকা সকলের কাছে পরিচিত বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম (৭০) আর বেঁচে নেই। তিনি শুক্রবার ভোর ৪ টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন (ইন্না…………রাজিঊন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ২ মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহীদের রেখে যান। শুক্রবার বিকেল ৩ টায় কোয়া চাঁদপুর জামে মসজিদ সংলগ্ন মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় জানাযা শেষে মরহুমের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মরহুমের জানাযা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়া আহমেদ সুমন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আইয়ুব আলী পাটওয়ারী, সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, কাদলা ইউনিয়ন চেয়ারম্যান রফিকুল ইসলাম লালু, পৌর আওয়ামীলীগের সভাপতি আহসান হাবীব প্রধান, কড়ইয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি অ্যাড. নুরুল ইসলাম মিয়াজী, সাধারণ সম্পাদক আবু বকর মিয়াজী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আব্দুল মবিন, ডেপুটি কমান্ডার মোঃ জাবের মিয়া, সাবেক কমান্ডার দেওয়ান সিরাজুল ইসলাম, মুক্তিযোদ্ধা আনোয়ার সিকদার, উপজেলা যুবলীগের আহবায়ক নাজমুল আলম স্বপন সহ স্থানীয় কয়েক‘শ মুসল্লী।
বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলামের মৃত্যুতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি, উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান শিশির, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আইয়ুব আলী পাটওয়ারী, সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড. হেলাল উদ্দীন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আব্দুল মবিন, ডেপুটি কমান্ডার মোঃ জাবের মিয়া, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি তাজুল ইসলাম, উপজেলা যুবলীগের আহবায়ক নাজমুল আলম স্বপন গভীর শোক প্রকাশ করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
প্রসঙ্গতঃ কচুয়া পৌরসভাধীন কোয়া চাঁদপুর গ্রামের অধিবাসী বীর মুক্তিযোদ্ধা মোঃ তাজুল ইসলাম, উপজেলা পরিষদ এলাকায় শীত ও গ্রীস্ম মৌসুমের প্রায় সময় খালি গায়ে থাকতে দেখা যেতো। মরহুমের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।