মানিক দাস, চাঁদপুর ॥ সৃজনশীল মেধা অন্বেষন প্রতিযোগীতা-২০১৫ উপলক্ষে চাঁদপুর জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের যৌথ আয়োজনে জেলা পর্যায়ে সেরা মেধাবীদের যাচাই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার বিকাল ৪টায় গনি মডেল উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ মেধা যাচাই পরীক্ষা ও প্রতিযোগীদের মাঝে সনদ, নগদ অর্থ প্রদান করা হয়। প্রতিযোগীদের মাঝে সনদ বিতরন পূর্বে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ ইসমাইল হোসেন বলেন, মেধা যাচাই পরীক্ষায় তোমাদের আনন্দ চিত্তে অংশগ্রহন দেখে আমি অত্যান্ত আনন্দিত। এ চমৎকার আয়োজন করার জন্য আমরা আয়োজকদের ধন্যবাদ জানাই। এ প্রতিযোগীতায় যে ১২ জন চুড়ান্ত বিজয়ী হয়েছে তাদেরও নিয়ে আমরা একটি ভ্রমন আয়োজন করবো বলে আশা করি। প্রতিযোগিতার বিচার কার্য সম্পাদন করার জন্য আমরা ৭ সদস্যর একটি বিচারক প্যানেল গঠন করেছি। শতভাগ স্বচ্ছ বিচার কার্যক্রম করা হয়েছে। যে কোন ধরণের প্রতিযোগিতায় টিকতে হলে পরিশ্রমের বিকল্প নেই। তোমরা সু নাগরিক হলে বাবা মা ও দেশের মুখ উজ্জল করবে। বাংলাদেশ মেধাবীদের হাত ধরে উন্নয়নের শিখরে পৌছে যাবে। শৃঙ্খলা দিয়ে যে কোন জাতি উন্নয়নের দিকে ধাবিত হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে জেলা পুলিশ সুপার মোঃ আমির জাফর বলেন, আমাদের সন্তানদের অনেক মেধা কিন্তু তাদের প্রয়োজন একটু সুযোগ। জেলা পর্যায় থেকে বিভাগীয় পর্যায়ে যারা যাবে তাদেরকে জানাই অভিনন্দন। পরবর্তিতে আরো অনেক সুযোগ আসবে। তোমরা আগামীতে দেশের জাতীয় নেতৃত্ব তোমাদেরকেই দিতে হবে। জেলা শিক্ষা অফিসার সফিউদ্দিন আহমেদের সভাপতিত্বে ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাদিয়া জেরিনের পরিচালনায় অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সরকারি মহিলা কলেজ অধ্যক্ষ এম এ মতিন মিয়া, সদও উপজেলা নির্বাহী কর্মকর্তা দুলাল চন্দ্র সুত্রধর, গনি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্বাস উদ্দিন, লেডি দেহলভী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইলিয়াছ মিয়া, আক্কাস আলী রেলওয়ে একাডেমীর প্রধান শিক্ষক মোঃ গোফরান হোসেন লেডী প্রতিমা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সহ বিভিন্ন উপজেলা ও জেলা পর্যায়ের বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী। প্রতিযোগিতায় বিজয়ীর আগামী ১৫ মার্চ বিভাগিয় পর্যাযে অংশ গ্রহনের জন্য চট্রগ্রাম নিউ মার্কেট সংলগ্ন কলেজিয়েট স্কুল এন্ড কলেজে সকাল সাড়ে ৮ টায় অংশ গ্রহনের জন্য উপস্থিত থাকতে হবে।