জাতির পিতার সোনার বাংলা গড়ে তুলতে শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন : ড. মোহাম্মদ শামছূল হক ভূঁইয়া এমপি
এইচএসসি পরীার্থীদের বিদায় উপলে বৃহস্পতিবার দুপুরে গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত বিশ্ববিদ্যালয় কলেজে কলেজ অধ্য ড. মোহাম্মদ মোহেবুল্লাহ্রে সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে সংসদ সদস্য ড. মোহাম্মদ শামছূল হক ভূঁইয়া বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চেয়েছিলেন সোনার বাংলা গড়তে। তাঁরই যোগ্য উত্তরসুরি জননেত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। এর জন্য প্রয়োজন একটি মেধাবী জাতি। আমার বিশ্বাস তোমরাই হবে সে মেধাবী জাতি। তোমরা জাতির ভবিষ্যত কর্ণধার। তাই তোমাদেরকে দেশের অতীত, বর্তমান ও ভবিষ্যত সর্ম্পকে জানতে হবে। কলেজ প্রভাষক পরেশ চন্দ্র দাসের পরিচালনায় এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাহেদ সরকার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল খায়ের পাটওয়ারী, ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান রানা, কলেজ গভর্ণিং বডির সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব আয়াত উল্যা মজমুদার, হাজী আঃ আহাদ, খোরশেদ আলম, ঢাকা ট্যাক্সেস বারের সভাপতি অ্যাডঃ আব্বাস উদ্দিন, সাবেক উপসচিব রফিক উল্যা চৌধুরী। এছাড়া বক্তব্য রাখেন কলেজ উপাধ্য মুনীর চৌধুরী, ইউপি চেয়ারম্যান ইসকান্দার মিয়া, সাবেক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আঃ সাত্তার পাটওয়ারী, রায়পুরের মীরগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক শামছুত তাওহিদ, ফরিদগঞ্জ কালির বাজার মিজানুর রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক মিজানুর রহমান প্রমুখ।
এর আগে সকালে বঙ্গবন্ধু ডিগ্রি কলেজে কলেজ অধ্য কুন্তল কৃষ্ণনাথের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য ড. মোহাম্মদ শামছূল হক ভূঁইয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু সাহেদ সরকার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান রানা, সাবেক অধ্য রুহুল আমিন খান, দৈনিক সমাচারের নির্বাহী সম্পাদক ফরিদ আহমেদ রিপন, কলেজ গভর্নিং বডির সদস্য ফরিদগঞ্জ প্রেসকাব সভাপতি মামুনুর রশিদ পাঠান, সাধারণ সম্পাদক নুরুন্নবী নোমান, মোস্তফা কামাল মুকুল, নাজিম উদ্দিন পাটওয়ারী। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সদস্য মহিউদ্দিন ইরান, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমেদ রাসেল, যুবলীগের আহ্বায়ক (ভারপ্রাপ্ত) বিল্লাল হোসেন, যুগ্ম আহবায়ক হাজী সফিকুর রহমান।