‘জলপরী’-ই বটে। অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী মাঝে মধ্যেই নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে সুইমিং পুলে সময় কাটানোর ছবি দেন। জলে গা ভিজিয়ে বই পড়তেও দেখা গিয়েছে তাঁকে। সম্প্রতি স্নাতক হওয়া ঋতাভরী বুধবার নিজের প্রোফাইলে আরও একটি জলকেলির নিদর্শন তুলে ধরলেন।
ভিডিয়োয় দেখা যাচ্ছে, তাঁর বন্ধু এবং সহযোগী মধুজা ভৌমিকের সঙ্গে সুইমিং পুলে সময় কাটাচ্ছেন ঋতাভরী। কালো রঙের স্নান পোশাকে অভিনেত্রী। মধুজার পরনে কালোর উপরে আমেরিকার পতাকা আঁকা স্নান পোশাক। কানে দু’জনেরই গোলাপি ফুল গোঁজা। মশকরা করতে করতে মধুজা ‘জলপরী’ শব্দটা ব্যবহার করে চলেছেন। কখনও বা ইংরেজি পরিভাষায় ‘মারমেইড’-ও বলছেন। তাই শুনে খিলখিলিয়ে হেসে উঠছেন ঋতাভরী।