চাঁদপুর-৫(হাজিগঞ্জ-শাহরাস্তি) আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মেজর(অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তমের নৌকা প্রতীককে বিজয়ী করার ল্েয ভোট চাইতে গ্রামগঞ্জে-পাড়া-মহল্লায় চষে বেড়াচ্ছেন সাবেক ছাত্রলীগ নেতা, জেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য, মহাপরিচালক (পাওয়ার সেল) প্রকৌশলী মোহাম্মদ হোসাইন। শুক্রবার সকাল থেকে রাত পর্যন্ত চাঁদপুর-৫ শাহরাস্তি উপজেলার ভোলদিগী বাজার, শাহরাস্তি স্কুল মাঠ, কালিয়া পাড়া, হোসেন পুর, পরানপুর এবং দৈলবাড়ি সহ বেশ কয়েকটি পথ সভা, উঠান বৈঠক করেন। পরে আ.লীগের নেতাকর্মীদের সঙ্গে নির্বাচন বিষয়ে মতবিনিময় করেন।
শনিবার হাজিগঞ্জ উপজেলার সন্না প্রাইমারী স্কুল মাঠ, ফকিরহাট বাজার, টেকের হাট বাজার,জনতা বাজার, কাপাইকাপ বাজার, নাছির কোট, রামরা বাজার,মেনাপুর স্কুল মাঠ, পশ্চিম রাজারগাঁও স্কুল মাঠ সহ বেশ কয়েকটি পথ সভা করেন।এ সময় কর্মসূচিতে দলীয় প্রার্থী রফিকুল ইসলাম বীর উত্তম, এ্যাডঃ নুরজাহান মুক্তা এমপি, বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক সদস্য অধ্যাপক ফজলুল হক, জেলা আওয়ামীলীগের নেত্রী বৃন্দু, উপজেলা আওয়ামীলীগের নেত্রী বৃন্দু, সকল ইউনিয়নের চেয়ারম্যান, আওয়ামী মহিলা লীগের নেত্রী বৃন্দু,কেন্দ্রীয়, জেলা, উপজেলা ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ সহ সর্বোস্তরের নেতা কর্মী ও জনগন উপস্থিত ছিলেন।
কর্মসূচিতে বর্তমান সরকারের উন্নয়ন কাজের তথ্য তুলে ধরে প্রকৌশলী হোসাইন বলেন, ‘নৌকা বঙ্গবন্ধুর প্রতীক, মুক্তিযুদ্ধের প্রতীক, উন্নয়ন ও মুক্তির প্রতীক, আমি নিজেও মনোনয়ন প্রত্যাশী ছিলাম, গনভবনে বঙ্গবন্ধু কন্যা, মাদার অফ হিউম্যানিটি দেশরতœ শেখ হাসিনার কাছে ওয়াদা করেছিলাম,আপা যাকেই নৌকা প্রতিক দিবেন সকল ভেদাভেদ ভূলে নৌকার জন্যে কাজ করবো। জননেত্রী শেখ হাসিনা আমাদের দুই টা প্রতীক দিয়েছেন, একটা নৌকা প্রতীক, আর একটা মেজর রফিকুল ইসলাম বীর উত্তম ব্যাক্তি প্রতীক দিয়ে আপনাদের কাছে পাঠিয়েছেন, ইনশাআল্লাহ আমরা সকল ভেদাভেদে ভূলে সকল ষড়যন্ত্র প্রতিহত করবো, ৩০ তারিখ নৌকার বিজয় সুনিশ্চিত হওয়া পর্যন্ত মাঠে থাকার নির্দেশ দিয়েছেন নেতাকর্মীদের।