স্টাফ রিপোর্টার ॥ চাঁদপুর সার্কিট হাউজে মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধণা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার সকাল ১১টায় সার্কিট হাউজে ৪৫তম স্বাধীনতা দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধণা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোঃ ইসমাইল হোসেন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নূরুল্লাহ নূরীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পুলিশ সুপার মোঃ আমির জাফর, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার এম এ ওয়াদুদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবু আলী মোহাম্মদ সাজ্জাদ হোসেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আব্দুল হাফিজ খান, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আবুল কালাম মোঃ চিশতী, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার রনজিত চাকি, মহসিন পাঠান, ইয়াকুব আলী প্রমুখ। আলোচনা শেষে ১শ’ জন মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের মাঝে জেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ অর্থ প্রদান করা হয়।