চৌধুরী ইয়াসিন ইকরাম,চাঁদপুর
চাঁদপুর শহরের পুরানবাজারের বাতাসাপট্ট্রি লাগোয়া দোল ঠাকুরের মন্দিরের পাশে চাঁদপুর শহর রক্ষা বাঁধে ধস নামা শুরু হয়েছে। রোববার রাত ৮ টার পর আকস্মিকভাবে ওই এলাকার অন্তত ১০০ ফুট এলাকা থেকে প্রমত্তা মেঘনা নদীর স্রোতের আঘাতে ব্লকসমূহ তলিয়ে যাচ্ছে। ইতিমধ্যেই ২/৩শ’ ব্লক তলিয়ে গেছে। ঋতু পরিবর্তনজনিত কারণে দমকা বাতাস বেড়ে যাওয়ায় নদীও রুক্ষ হয়ে উঠেছে। ফলে এলাকায় নদী ভাঙ্গণ আতংক দেখা দিয়েছে। অনেকেই নদী তীরের ঘর-বাড়ি ছেড়ে আশ-পাশের আতœীয়-স্বজনদের বাড়িতে আশ্রয় নিতে শুরু করেছে। ওই এলাকাটিতে হিন্দু সম্প্রদায়ের নিম্নবিত্তের লোকজনের বসবাস। এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের কোন কর্মকর্তাকেই কথা বলার জন্য পাওয়া যায় নি।