পররাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও চাঁদপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য ডাঃ দীপু মনি এমপি বলেছেন, জঙ্গিবাদী তৎপরতা এখন শুধু বাংলাদেশেই নয়, বিশ্বের বিভিন্ন স্থানে হচ্ছে। চাঁদপুর জেলায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রয়েছে। এখানে সব ধর্মের মানুষ স্বাধীনভাবে তাদের ধর্ম-কর্ম, আচার-অনুষ্ঠান করছে। সামনে পহেলা বৈশাখ। বাংলা নববর্ষের অনুষ্ঠান করার যে সরকারি নির্দেশনা রয়েছে তা মেনেই যেনো করা হয়। এর ব্যত্যয় যাতে না ঘটে সেদিকে সবাইকে নজর রাখতে হবে। তিনি গতকাল চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
জেলা প্রশাসক মোঃ আব্দুস সবুর মন্ডলের সভাপ্রধানে সভায় আরো বক্তব্য রাখেন পুলিশ সুপার শামসুন্নাহার, নৌ-পুলিশ সুপার সুব্রত হালদার, চাঁদপুর পৌরসভার মেয়র নাছির উদ্দিন আহম্মেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম দুলাল পাটওয়ারী ও স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুন নাহার চৌধুরী। সভার শুরুতে গেল মাসের সিদ্ধান্ত সমূহ এবং পর্যালোচনা ও অগ্রগতি প্রসঙ্গে বিস্তারিত তুলে ধরেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মোহাম্মদ শাহাদাৎ হোসেন।
সভায় স্ব স্ব এলাকার আইন শৃঙ্খলাসহ বিভিন্ন বিষয়ের উপর উন্মুক্ত আলোচনা করা হয়। আলোচনার মধ্যে ছিলো মাদক, বাল্যবিবাহ নিরোধ, জঙ্গিবাদ ও জাটকা প্রসঙ্গ। এছাড়াও চরাঞ্চলের মাটি-বালু কেটে নেয়া বন্ধ করা, হাজীগঞ্জে মন্দির কমিটি নিয়ে বিরোধ নিরসন করা, চাঁদপুর সড়ক বিভাগের রাস্তাগুলোর বেহাল দশা দূরীকরণ নিয়ে আলোচনা হয়। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হাজীগঞ্জ পৌরসভার মেয়র মাহবুব আসম উল আলম লিপন, চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ মোঃ গোলাম ফারুক ভূঁইয়া, কচুয়ার ইউএনও মুহাম্মদ আশরাফ হোসেন, হাজীগঞ্জের ইউএনও মোহাম্মদ মাহবুবুল আলম মজুমদার, মতলব উত্তরের ইউএনও মোহাম্মদ মফিজুল ইসলাম, হাইমচরের ইউএনও আবু হাসানাত মোঃ মঈন উদ্দিন, মতলব দক্ষিণের ইউএনও শহীদুল ইসলাম, ফরিদগঞ্জের ইউএনও ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী, চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ ওয়ালী উল্লাহ অলি, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোঃ আলমগীর হোসেন মজুমদার, ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহ আলম, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ জাবেদুল ইসলাম, শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান, হাইমচর থানার অফিসার ইনচার্জ সৈয়দ মাহবুবুর রহমান, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর মোঃ তাজুল ইসলাম। আরো বক্তব্য রাখেন চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি সুভাষ চন্দ্র রায়, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডঃ রনজিত রায় চৌধুরী ও সাংবাদিক মিজানুর রহমান। উপস্থিত ছিলেন চাঁদপুর সরকারি কলেজ অধ্যক্ষ প্রফেসর এএসএম দেলওয়ার হোসেন, সিভিল সার্জন ডাঃ মতিউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (চাঁদপুর সদর ও হাজীগঞ্জ সার্কেল) মোঃ আফজাল হোসেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সহকারী কমান্ডার মোঃ মহসীন পাঠানসহ আইন শৃঙ্খলা কমিটির অন্য সদস্যরা। এদিন সভায় ৫৭জন সদস্য উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে কমিটির উপদেষ্টা ডাঃ দীপু মনি এমপি আরো বলেন, আমরা ওয়াজ মাহফিলে ধর্মের কথা শুনতে চাই, বিভ্রান্ত হতে চাই না। মান সম্মত ওলামায়ে কেরাম যাতে বক্তব্য রাখেন সেদিকে মাহফিল আয়োজকদের খেয়াল রাখার পরামর্শ দিয়ে বলেন, মাহফিল যারা আয়োজন করেন তাদের সাথে প্রশাসনের মতবিনিময় করার যেমন দরকার আছে, মাহফিলের অনুমতি আছে কিনা সেটিও প্রশাসনকে খতিয়ে দেখতে হবে। যাতে সাধারণ মানুষের কোনো অসুবিধা না হয়। তিনি দোকানঘর থেকে বাগাদী চৌরাস্তা পর্যন্ত এবং দোকানঘর থেকে হরিণা বেড়িবাঁধ পাকা সড়কের দুরবস্থা দেখে অসন্তোষ প্রকাশ করে বলেন, অল্প সময়ের মধ্যে রাস্তাগুলো কেনো এত খারাপ হলো। তিনি দ্রুত পদক্ষেপ নেয়ার জন্য সড়ক বিভাগ চাঁদপুরের নির্বাহী প্রকৌশলীর দৃষ্টি কামনা করেন। কেউ যাতে জঙ্গিবাদে জড়াতে না পারে এ ব্যাপারে সজাগ থাকার আহ্বান জানিয়ে সবাইকে বাংলা নববর্ষের আগাম শুভেচ্ছা জানান।
সভাপ্রধানের বক্তব্যে জেলা প্রশাসক আগামী বিশটি দিন কোনো জেলে যাতে জাটকা নিধন করতে না পারে এ ব্যাপারে উপজেলা ও থানা প্রশাসনের সহযোগিতা কামনা করেন। প্রয়োজনে দাদনদারদের চি?িহ্নত করার জন্য গোয়েন্দা সংস্থার হস্তক্ষেপ কামনা করেন। তিনি বলেন, পরিত্যক্ত অবস্থায় জব্দ করা জেলে নৌকা আইন অনুযায়ী নিলাম হবে। জাটকা জেলেরা নির্দিষ্ট মাসে যাতে চাল পায় তা নিশ্চিত করা হবে। পহেলা বৈশাখের অনুষ্ঠান বিকেল ৫টার মধ্যে শেষ করতে হবে। জাটকা, জঙ্গিবাদ, মাদক, বাল্য বিবাহ নিয়ে চাঁদপুরের প্রশাসন জিরো টলারেন্স নীতি নিয়ে কাজ অব্যাহত রেখেছে। হাজীগঞ্জ মন্দির কমিটি নিয়ে বিরোধ প্রসঙ্গে বলেন, দুই পক্ষ মামলা তুলে নিলে প্রশাসন শান্তিপূর্ণ একটি সমাধানের উদ্যোগ নিবে।
পুলিশ সুপার শামসুন্নাহার তাঁর বক্তব্যে বলেন, পহেলা বৈশাখ উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকবে। সবচেয়ে ভয়াবহ বিষয় হচ্ছে জঙ্গিবাদ। এ ব্যাপারে কেউ কোনো তথ্য দিচ্ছে না। এক্ষেত্রে সবাইকে সজাগ এবং বাসা-বাড়ি ভাড়া দেয়ার সময় সতর্ক থাকতে হবে।
নৌ পুলিশ সুপার সুব্রত হালদার বলেন, ২ থেকে ৫% জেলে এখনো নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে নামে। তা প্রতিরোধে নৌ-পুলিশ খুবই তৎপর। মতলব উত্তর ও চাঁদপুর সদর নৌ সীমানায় স্পীড বোট নিয়ে চাঁদাবাজি বন্ধে জেলা প্রশাসক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের সহায়তা কামনা করেন তিনি।
জেলা আওয়ামী লীগ সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহম্মেদ বলেন, দেশের উন্নয়ন অগ্রগতিকে বাধাগ্রস্ত করার জন্য জঙ্গিবাদ সৃষ্টি করা হচ্ছে। আমাদের প্রশাসন কঠোর হাতে তা দমন করছে। মাদকের ব্যাপারে জেলা আওয়ামী লীগের কঠোর অবস্থান সব সময় থাকবে। কাউকে ছাড় দেয়া হবে না।