চাঁদপুরে সরকারি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার অপরাধে এমদাদ হোসেন সুমন (৩৫) এবং তুহিনুজ্জামান (৩০) কে দুইমাস করে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট আবিদা সুলতানা এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।আটককৃত এমদাদ হোসেন সুমন বঙ্গ ড্রেজার্স লিঃ এর প্রতিনিধি এবং তুহিনজ্জামান একই কোম্পানীর প্রকৌশলী।
জানা যায়, বঙ্গ ড্রেজার্স লিঃ চাঁদপুর ডাকাতিয়া নদীতে নাব্যতা ফিরিয়ে আনতে ১৫ কিলোমিটার এলাকায় ড্রেজিং কাজ করছিলো। শুক্রবার নদীর বালি রাখতে চাঁদপুর প্রেসকাবের পেছনে মাটি খনন করে। তবে কোম্পানীর পক্ষ থেকে কোনো প্রকার অনুমতি নেয়া হয়নি। পরে খবর পেয়ে জেলা প্রশাসক আবদুস সবুর মন্ডল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসেন উপস্থিত হয়ে সম্পৃক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দেন।
এব্যাপারে বিআইডব্লিউটিএ’র উপ পরিচালক মোস্তাফিজুর রহমান জানান, মাটি কাটার ব্যাপারে আমি কিছুই জানি না। তারা নদীতে ড্রেজিং করবে ভালো কথা কিন্তু সরকারি জমিতে কাজ করতে হলে প্রশাসনের অনুমতিতো নিতে হবেই। চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা জানান, সরকারি জমি ব্যবহারের আগে অবশ্যই প্রশাসনকে অবহিত করা উচিৎ ছিলো। অনুমতি নেয়না বলেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে।