চাঁদপুর প্রতিনিধি ॥
চাঁদপুরের মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার অপরাধে মোট ৩০ জেলেকে জেল জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। রোববার দুপুরে দুইট আলাদা আলাদা ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাদের সাজা প্রদান করা হয়। ভ্রাম্যমান আদাতের বিচার ছিলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাশেদ ও হামইচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম।
সাজা প্রাপ্তদের মধ্যে ২২জনকে দেড় মাস ও ৩জনকে ১৫ দিন করে সাজা এছাড়া সাজা প্রাপ্ত ৫ জনের মধ্যে দুইজনকে পাঁচ হাজার ও তিনজনকে দেড় হাজার টাকা করে অর্থদন্ড দেয়া হয়।
চাঁদপুর সদর নৌ পুলিশের ইনচার্জ উপ-পরিদর্শক মো. মোশারফ হোসেন জানান, সকালে জেলা মৎস্য বিভাগ, জেলা প্রশাসন, কোস্টগার্ড ও নৌ পুলিশ মেঘনা নদীর হরিনা এলাকায় যৌথ অভিযান চালিয়ে মাছ ধরার সময় তাদের আটক করা হয়। পরে দুপুর দিকে তাদের ভ্রাম্যমান আদালতে সাজা দেয়া হয়।