চাঁদপুর প্রতিনিধি ॥
চাঁদপুরের হাইমচরে মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার অপরাধে ২৬ জেলেকে বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। গত বুধবার দুপুর ১টার দিকে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন হাইমচর উপজেলা নিবার্হী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম। সাজাপ্রাপ্তদের একমাস ছয় দিন কারাদন্ড ও একহাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ৫দিন বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়।
হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, বুধবার ভোরে চাঁদপুরের মেঘনা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব জেলেদের আটক করে কোস্টগার্ড, নৌ-পুলিশ ও মৎস্য বিভাগ। পরে দুপুরের দিকে তাদের সাজা দেয়া হয়।
অপরদিকে চাঁদপুরের মেঘনা নদীতে দুইট যাত্রীবাহী লঞ্চে অভিযান চালিয়ে যাত্রীবাহী লঞ্চ এমভি রাজহংস-৮ হতে ১শ কেজি জাটকা ও এমভি সম্রাট-২ হতে ৪শ কেজি জাটকা জব্দ করা হয়। পরে জব্দকৃত জাটকা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে কোস্টগার্ডের সহযোগীতায় এতিমখানা, মাদ্রাসা ও অসহায় গরীব মানুষের মধ্যে বিতরণ করা হয়।